পশ্চিমবঙ্গ

west bengal

বিপর্যয়

ETV Bharat / videos

Cyclone Biparjoy: বিপর্যস্ত গুজরাত, কচ্ছে আছড়ে পড়ল বিপর্যয় - সাইক্লোন বিপর্যয়

By

Published : Jun 15, 2023, 11:01 PM IST

Updated : Jun 15, 2023, 11:07 PM IST

আছড়ে পড়ল বিপর্যয় ৷ বৃহস্পতিবার সন্ধ্যায় কচ্ছ উপকূলে আছড়ে পড়ে এই ঘূর্ণিঝড় ৷ বাতাসের তীব্র গতি ও অবিরাম বৃষ্টির সঙ্গে ভূমিধসের ফলে গুজরাতে দেবভূমি দ্বারকা জেলায় গাছ পড়ে তিনজন আহত হয়েছে ৷  

কচ্ছ জেলার জাখাউ ও মান্ডভি শহরের কাছে অনেক গাছ ও বিদ্যুতের খুঁটি উপড়ে গিয়েছে ৷ বহু বাড়ির টিনের চাল উড়ে গিয়েছে ৷ সন্ধ্যা 7টা পর্যন্ত কোনও মৃত্যুর খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন গুজরাতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হর্ষ সাংভি ৷ তিনি আরও জানান, বিভিন্ন ক্ষতিগ্রস্ত জায়গায় গুজরাত পুলিশ, এনডিআরএফ ও সেনাবাহিনীর দল পড়ে যাওয়া গাছ সরানোর পাশাপাশি বিদ্যুতের খুঁটি সারিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার কাজ করছে ৷  

দেশের আবহাওয়া দফতর জানিয়েছে, ঘূর্ণিঝড় বিপর্যয়ের ল্যান্ডফল প্রক্রিয়া বিকেল সাড়ে 4টেয় শুরু হয় ৷ যা মধ্যে পুরোপুরি হয়ে যাবে ৷ বৃহস্পতিবার সকাল থেকেই গুজরাত উপকূলের দ্বারকা, ওখা, নালিয়া, ভুজ, পোরবন্দর ও কাণ্ডলায় ভারী বৃষ্টি শুরু হয়েছে ৷ রাজ্য প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত আটটি উপকূলীয় জেলায় বসবাসকারী 94 হাজার জনকে অস্থায়ী আশ্রয়ে স্থানান্তরিত করেছে ৷  

Last Updated : Jun 15, 2023, 11:07 PM IST

ABOUT THE AUTHOR

...view details