পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Azadi Ka Amrit Mahotsav: বেলপাহাড়ির প্রতি ঘরে তেরঙ্গা পৌঁছে দিলেন সিআরপিএফ জওয়ানরা

By

Published : Aug 8, 2022, 7:57 PM IST

Updated : Feb 3, 2023, 8:26 PM IST

একটা সময় ছিল, যখন মাওবাদীদের আতঙ্কে বেলপাহাড়িতে ঢুকতে পারতেন না অন্যান্য এলাকার মানুষ ৷ এখন অবশ্য পরিস্থিতি বদলে গিয়েছে ৷ এবার ঝাড়গ্রামের (Jhargram) সেই প্রত্যন্ত বেলপাহাড়ির (Belpahari) বাসিন্দাদেরও 'আজাদি কা অমৃত মহোৎসব' (Azadi Ka Amrit Mahotsav)-এর আওতায় এনে উৎসব পালনের সুযোগ করে দিল সিআরপিএফ (CRPF) ৷ কেন্দ্রের ঘোষিত কর্মসূচি অনুসারে, এখানকার ঘরে ঘরে জাতীয় পতাকা পৌঁছে দিলেন বাহিনীর সদস্যরা ৷ সোমবার বেলপাহাড়ি থানার অন্তর্গত কাঁকড়াঝোড়, আমঝরনা, আমলাশোল, সাতবাঁকি গ্রামে পৌঁছে যান সিআরপিএফ-এর 169 নম্বর ব্যাটেলিয়নের প্রতিনিধিরা ৷ স্বাধীনতার 75 বছর পূর্তি (75th Year of Independence Day of India) উপলক্ষে সারা দেশের কী ধরনের অনুষ্ঠান চলছে, সেই সম্পর্কে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন তাঁরা ৷ তাঁদের সকলের হাতে তুলে দেন তেরঙ্গা ৷
Last Updated : Feb 3, 2023, 8:26 PM IST

ABOUT THE AUTHOR

...view details