বড়দিনের আমেজে পর্যটকের ঢল বাঁকুড়ার মুকুটমনিপুরে! - মুকুটমনিপুর
Published : Dec 25, 2023, 7:21 PM IST
ছুটির আমেজে বাঙালি ঘুরতে যাবে না তা কি হয় । তাই ভ্রমণ পিপাসু বাঙালি সকাল থেকেই বেরিয়ে পড়েছেন বাড়ি থেকে । আর তাদের একটা বড় অংশের অন্যতম 'ডেস্টিনেশন' হয়ে উঠেছে বাঁকুড়ার রানি মুকুটমণিপুর । 25 ডিসেম্বর সকাল থেকেই মুকুটমণিপুরে প্রচুর মানুষের ভীড় লক্ষ্য করা গিয়েছে । কেউ এসেছেন পিকনিক করতে, তো আবার কেউ এসেছেন বড়দিনের নিখাদ আনন্দ উপভোগ করতে । সবমিলিয়ে যীশুখ্রিস্টের আবির্ভাব দিবসে জমজমাট মুকুটমণিপুরে। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে অসংখ্য মানুষের ঢল নেমেছে বাঁকুড়ার এই পর্যটন কেন্দ্রে । ঠিক যেভাবে পরিযায়ী পাখিরা বছরের একটা নির্দিষ্ট সময়ে কোনও একটা জায়গায় এসে ভিড় জমায় পর্যটকেরও ঠিক যেন সেরকমই ।
বড়দিনে 'বাঁকুড়ার রানি' মুকুটমনিপুরে সকাল থেকে হাজির অসংখ্য পর্যটক। এখানে নদী, জল, টিলা আর জঙ্গলের প্রাকৃতিক সৌন্দর্যের টানে প্রতি বছর অসংখ্য পর্যটক ছুটে আসেন। আগত অতিথিদের যাতে কোনও সমস্যায় না-পড়তে হয় তার প্রয়োজনীয় ব্যবস্থা করেছে খাতরা মহকুমা প্রশাসন । এবারও সেকারণেই সব জায়গাতেই স্থানীয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।