অজিদের উইকেট পড়তেই লন্ডনে উচ্ছ্বাসে মাতলেন ভারতীয়রা, দেখুন ভিডিয়ো - Mohammed Shami dismisses David Warner
Published : Nov 19, 2023, 9:05 PM IST
World Cup Final 2023: বিশ্বকাপ জ্বরে কাবু দেশ ৷ 2023 ক্রিকেটের দক্ষযজ্ঞের আজ অন্তিম পর্ব ৷ টানা 10টি ম্যাচ জিতেছে ফাইনালে উঠেছে ভারত ৷ অন্যদিকে প্রথম দু'টিতে হেরে টানা আটটি ম্যাচ জিতে ফাইনালে অস্ট্রেলিয়াও ৷ দেশবাসী চাইছেন ট্রফিটা ঘরে ফিরুক ৷ ফাইনাল জ্বরে যে ভারতের অলিতে-গলিতে কেবল উন্মাদনা তা নয়, লন্ডনেও চোখে পড়ল ভারতীয়দের উন্মাদনা ৷ রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নামে রোহিত ব্রিগেড ৷ তাতে ভারত রান তোলে 240 ৷ অজিরা 241 রান তাড়া করতে নেমে প্রথমে ডেভিড ওয়ার্নারকে ফেরান মহম্মদ শামি ৷ পরে জসপ্রীত বুমরা মিচেল মার্শকে আউট করে সাজঘরে ফেরান ৷
এরপরই স্টেডিয়াম-সহ ভারতবাসীরা উচ্ছ্বাসে মেতে ওঠেন ৷ এর পাশাপাশি লন্ডনের ভারতীয় ক্রিকেট ভক্তরা মেতে ওঠেন আনন্দে ৷ লন্ডনের একটি পানশালায় ভারতীয়রা নাচে-গানে হুল্লোড়ে মেতে ওঠেন ৷ সেখানে প্রজেক্টারে তাঁরা যখনই দেখেন শামির বলে আউট হয়ে অজি ওপেনার ডেভিড ওয়ার্নারকে ফেরালেন এবং তারপরেই বুমরার বলে আউট হয়ে মিশেল মার্শও 15 বলে 15 রান করে ফেরেন প্য়াভিলিয়নে ৷ পরে আউট হন স্মিথও ৷ ঠিক তারপরই বিদেশে ভারতীয়রা আনন্দে মেতে ওঠেন ৷