পশ্চিমবঙ্গ

west bengal

ভোটে বাধা, আতঙ্কে কেঁদে ফেললেন সিপিএম প্রার্থী

ETV Bharat / videos

Panchayat Repolls 2023: ভোট দিতে বাধা, আতঙ্কে কেঁদে ফেললেন সিপিএম প্রার্থী - ভোটে বাধা আতঙ্কে কেঁদে ফেললেন সিপিএম প্রার্থী

By

Published : Jul 10, 2023, 7:40 PM IST

সোমবারও পুনর্নির্বাচনকে ঘিরে ভোট দিতে গিয়ে শাসক দলের হুমকির অভিযোগ সিপিএম প্রার্থী ও গ্রামের বেশ কয়েকজন বাসিন্দাদের ৷ ভোট দিতে না-পেরে বুথের কাছে এসে ভয়ে কেঁদেও ফেললেন সিপিএমের প্রার্থী। ঘটনাটি বীরভূমের ময়ুরেশ্বরের 157 নম্বর বুথের। ময়ূরেশ্বর প্রাথমিক বিদ্যালয়ে 157 নম্বর বুথের ধীবরপাড়ায় ভোটারদের ভোট দিতে যেতে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। অন্যদিকে, ভোট দিতে আসতে না-পারায় আতঙ্কে কেঁদেই ফেললেন সিপিএমের প্রার্থী সাহিনা খাতুন। তাঁর অভিযোগ, এলাকার বিভিন্ন ভোটারদের বাড়ি থেকে বের হতে দেওয়া হচ্ছে না। বেছে বেছে বাড়িতে গিয়ে হুমকি দেওয়া হচ্ছে। এর আগে শনিবার নির্বাচনের দিন ব্যালট বাক্স লুট করতে এসেছিল শাসক দলের কর্মীরা বলে অভিযোগ করেন প্রার্থী সাহিনা ৷ 

তিনি জানান, মহিলারা প্রতিরোধ গড়ে তুললে শাসকদলের কর্মীরা পালিয়ে যান ৷ কিন্তু তাঁকে এবং তাঁর স্বামীকে ধারালো ছুরি দিয়ে আঘাত করা হয় ৷ ভোটের দিনে তাঁর স্বামীকে বাড়ি থেকে বের হতে দিচ্ছে না বলেও অভিযোগ করেন সিপিএম প্রার্থী ৷ অন্যদিকে, গ্রামের বেশ কিছু বাসিন্দাও অভিযোগ করেছেন শাসক দলের বিরুদ্ধে ৷ তাঁদের অভিযোগ, বাড়ি বাড়ি গিয়ে তৃণূল কর্মীরা বুথে ভোট দিতে যেতে নিষেধ করছে ৷ হুমকি দিচ্ছে ৷ যদিও শাসক দলের তরফ থেকে সমস্ত অভিযোগে অস্বীকার করা হয়েছে। তৃণমূল প্রার্থী নারজিনা বেগম অভিযোগ অস্বীকার করে বলেছেন, সবই বিরোধীদের চক্রান্ত ৷

ABOUT THE AUTHOR

...view details