পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Salim Slams Abhishek স্বাধীনতা দিবসে দুবাইয়ে কয়লা মাফিয়ার সঙ্গে বৈঠকে অভিষেক, দাবি সেলিমের - অনুব্রত মণ্ডল

By

Published : Aug 15, 2022, 3:53 PM IST

Updated : Feb 3, 2023, 8:26 PM IST

রবিবার রাতে ফেসবুক লাইভে স্বাধীনতা দিবসে (76th Independence Day) একাধিক কথা বলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) । সেই প্রসঙ্গে সোমবার অভিষেকের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম (CPIM State Secretary Md Salim) । তিনি বলেন, "গোটা দেশ যখন স্বাধীনতা দিবস পালন করছে, ঠিক তার আগের দিন দেশ ছেড়ে দুবাইয়ে চলে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । দুবাইয়ে বসে কয়লা মাফিয়ার সঙ্গে বৈঠক করছেন অভিষেক । বুর্জ খালিফায় বসে বড় বড় কথা বলছেন ।" সেলিমের আরও অভিযোগ, কেন তাঁকে (অভিষেক) বারবার দেশ ছেড়ে দুবাই যেতে হয় । কারণ, সেখানে কয়লা মাফিয়া থাকেন । সেখানেই স্বাধীনতা দিবসের আগে কয়লা পাচারের টাকা নিয়ে কথা বলতে গিয়েছেন । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Bengal CM Mamata Banerjee) রবিবার সন্ধ্যায় সিপিএমের বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন । একাধিক দুর্নীতির কথা বলে ফাইল প্রকাশের হুশিয়ারি দেন । এই নিয়ে সেলিম বলেন, "গত 11 বছর ধরে কী করছিলেন । একটা ফাইলও তো বের করতে পারলেন না । আমার বিরুদ্ধে মামলা করার জন্য এসপি বদল করেছেন । কিছু করতে পারলেন না ৷" অন্যদিকে অনুব্রত মণ্ডল (Anubrata mondal) নিয়ে তাঁর কটাক্ষ, মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ এবং সহযোগিতায় অনুব্রত মণ্ডল হনু হয়েছেন ৷
Last Updated : Feb 3, 2023, 8:26 PM IST

ABOUT THE AUTHOR

...view details