পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Salim Slams TMC: সাক্ষ্য প্রমাণ লোপাটের জন্য আনিসের দাদার উপর হামলা, অভিযোগ মহম্মদ সেলিমের - আনিস খানের হত্যাকাণ্ড

By

Published : Sep 10, 2022, 9:04 PM IST

Updated : Feb 3, 2023, 8:27 PM IST

ফের মহম্মদ সেলিমের নিশানায় তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) । আনিস খানের মৃত্যুর পর তার দাদা সলমান খানের উপর আক্রমণের ঘটনা নিছক প্রমাণ লোপাটের কারণে বলে অভিযোগ করলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম (Bengal CPIM Secretary Md Salim) । শনিবার বিকেলে শিলিগুড়ির অনিল বিশ্বাস ভবনে এক সাংবাদিক বৈঠকে উপস্থিত হয়ে মহম্মদ সেলিম জানিয়েছেন, আনিস খানের হত্যাকাণ্ডের (Anish Khan Murder Case) ঘটনায় তদন্তকে ধামাচাপা দিতেই সাক্ষ্য প্রমাণ মেটানোর চেষ্টা । আর তারই উদাহরণ আনিস খানের কাকাতো ভাইয়ের ওপর রাতের অন্ধকারে হামলা । অন্যদিকে, পরিবারের তরফে ওঠা অভিযোগের প্রেক্ষিতে মহম্মদ সেলিমের বক্তব্য, আনিস খানও নিরাপত্তা চেয়েছিলেন । কিন্তু কী হয়েছিল তারপর সবাই জানে । ঘটনা প্রসঙ্গে পুলিশের ভূমিকায় সোচ্চার হয়েছেন সিপিএমের রাজ্য সম্পাদক । এদিকে ফের একবার ইডি হানায় গার্ডেনরিচে কোটি কোটি টাকা উদ্ধারের (Garden Reach Money Recovery) ঘটনায় মহম্মদ সেলিমের বক্তব্য, এত টাকা আসছে কোথা থেকে ? কে এর পেছনে ?
Last Updated : Feb 3, 2023, 8:27 PM IST

ABOUT THE AUTHOR

...view details