পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

21st July Rally: 21 জুলাইয়ের অনুষ্ঠানে যেতে চাপ দিচ্ছে পুলিশ, অভিযোগ সিপিআইএম নেত্রীর - অভিযোগ সিপিআইএম নেত্রীর

By

Published : Jul 19, 2022, 4:05 PM IST

Updated : Feb 3, 2023, 8:25 PM IST

21 জুলাই'এর সমাবেশে যাওয়ার জন্য সিপিআইএম নেত্রীকে ফোন করে চাপ দেওয়ার অভিযোগ উঠল দুর্গাপুরের নিউটাউনশিপ থানার পুলিশের বিরুদ্ধে (CPIM leader alleged Police pressuring her go to 21st July TMC Rally) । সেই নিয়ে নিউটাউনশিপ থানাতেই মঙ্গলবার স্মারকলিপি জমা দিল সিপিআইএম নেতৃত্ব । অভিযোগ, সোমবার সন্ধ্যায় ধর্মতলা যাওয়া নিয়ে কোনও সমস্যা আছে কি না জানতে চেয়ে সিপিআইএম নেত্রী সুরভী ঘোষকে ফোন করা হয় । কেন ফোন করা হয়েছিল, যে ফোন করেছে তাঁর বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে বলে দাবি তুলেছে সিপিআইএম নেতৃত্ব । ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন দুর্গাপুরের নিউটাউনশিপ থানার পুলিশ । ব্যবস্থা না নিলে আগামী দিনে আরও বড় আন্দোলন করা ও উচ্চ আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে সিপিআইএম ৷
Last Updated : Feb 3, 2023, 8:25 PM IST

ABOUT THE AUTHOR

...view details