CPIM Allegation: দুর্গাপুরে ভোটার লিস্টে ব্যাপক কারচুপির অভিযোগ বামেদের - CPIM alleges rigging in voter list at Durgapur
মুখ্যমন্ত্রী আসার আগে ভোটার তালিকায় গরমিলের অভিযোগ তুলল বামেরা (CPIM alleges rigging in voter list at Durgapur)। দুর্গাপুর নগর নিগমের ভোটের আগেই এমন চাঞ্চল্যকর অভিযোগ বামেদের । এই অভিযোগ নিয়ে সোমবার দুর্গাপুরের মহকুমা শাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন বামেরা । তাদের অভিযোগ, দুর্গাপুর নগর নিগমের 34টি ওয়ার্ডে মৃত ভোটার 8191 জন, একই বুথে দুবার নাম রয়েছে 234 জনের, অস্তিত্বহীন ভোটার 5213 জন । তদন্তের দাবি করেন বাম কর্মী সমর্থকরা।
Last Updated : Feb 3, 2023, 8:24 PM IST
TAGGED:
CPIM Allegation