World cup Fever in Kolkata: বিয়ের পঁচিশ বছর পর দলবদল, মেসি মিষ্টিতে বিবাহ বার্ষিকী পালন ভবানীপুরের দম্পতির - Messi
সারা দেশ এখন বিশ্বকাপ (FiFA Word Cup 2022) জ্বরে কাবু । বিশ্বকাপের ট্রফির আদলে মিষ্টি হোক বা সমর্থিত দলের জার্সির অনুকরণে ট্যাটু কিংবা হেয়ার কালার অথবা বিশ্বকাপ ফুটবল ঘিরে ক্যুইজ প্রতিযোগিতা, বিশ্বকাপ ঘিরে উন্মাদনা তুঙ্গে । তবে এবার বিবাহবার্ষিকীতেও বিশ্বকাপের ছোঁয়া রাখলেন ভবানীপুরের এক দম্পতি (FIFA WC Fever in Kolkata) । এভাবেও নিজেদের বিয়ের দিনটাকে পালন করা যায় তা দেখালেন ফুটবলপ্রেমী কর্তা-গিন্নিতে মিলে । ভবানীপুরের জয়া এবং অভিজিৎ সাহা এককালে ছিলেন জার্মানির (Germany) সাপোর্টার । এবার তাঁদের বিয়ের 25 বছর পার (silver jubilee of wedding) । আর 25তম বছরে তাঁরা দলও পালটে ফেলেছেন । জার্মানি ভুলে আজ তাঁরা আর্জেন্তিনার সাপোর্টার । মেসি তাঁদের ভগবান । আর তাই তো আর্জেন্তিনার রঙে সন্দেশ, রসগোল্লা, মেসি মিষ্টি, নলেন গুড়ের বিশ্বকাপ সন্দেশ, কড়া পাকের ফুটবল সন্দেশের আয়োজন বিবাহবার্ষিকীতে (Argentina colour and Messi sweets)।
Last Updated : Feb 3, 2023, 8:36 PM IST