Attack on Couple: সোনারপুরে মদ্যপ যুবকের হাতে আক্রান্ত দম্পতি - সোনারপুরে মদ্যপ যুবকের হাতে আক্রান্ত দম্পতি
ধারালো অস্ত্র দিয়ে দম্পতির উপর হামলার চেষ্টা ও মারধরের ঘটনা ঘটল সোনারপুর থানা এলাকার সুভাষগ্রামে(Couple attacked by alcoholic youth in Sonarpur)। রবিবার সকালে এন্টালি এলাকার দুই বাইক আরোহী চম্পাহাটি এলাকা থেকে বাজি কিনে ফিরছিল । তারা মদ্যপ অবস্থায় ছিল বলে অভিযোগ । তাদের কাছে ধারালো অস্ত্রও ছিল । প্রাইভেট গাড়িতে ছিলেন সুভাষগ্রাম এলাকার এক দম্পতি । কোনওভাবে বাইক ও গাড়ির মধ্যে ধাক্কা লেগে পড়ে যায় এই দুই বাইক আরোহী । প্রথমে হেলমেট দিয়ে ও পরে নিজেদের কাছে থাকা ধারালো অস্ত্র বের করে হামলা চালানোর চেষ্টা করে ওই দুই বাইক আরোহী ৷ স্বামীকে বাঁচাতে গিয়ে আহত হন স্ত্রীও(Attack on Couple)। পরে স্থানীয় বাসিন্দারা দেখতে পেয়ে ঘটনাস্থলে এসে দুই যুবককে মারধর করে ৷ একজন আহত অবস্থায় হাসপাতালে ভর্তি । অন্যজনকে আটক করেছে পুলিশ । ঘটনায় সোনারপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ।
Last Updated : Feb 3, 2023, 8:29 PM IST