BDO Office Block by BJP: প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতি ! প্রতিবাদে বিডিও দফতর ঘেরাও বিজেপি বিধায়কদের - বিজেপি
প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতি ও স্বজন পোষণের অভিযোগে বাঁকুড়া জেলায় আন্দোলনে নেমেছে বিজেপি (Corruption in Pradhan Mantri Aawas Yojana) ৷ বুধবার এই ইস্যুতে বাঁকুড়া-2 বিডিও দফতর ঘেরাও করলেন বিজেপি বিধায়করা (Bankura 2 BDO Office Block by BJP MLAs) ৷ বাঁকুড়ার বিধায়ক নিলাদ্রী শেখর দানা, ওন্দার বিধায়ক অমরনাথ শাখা, কোতুলপুরের বিধায়ক হরকালী প্রতিহার ৷ এছাড়াও বিজেপির বাঁকুড়া ও বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সভাপতি সুনীল রুদ্র মণ্ডল এবং বিলেশ্বর সিনহা ৷ তাঁরা ব্লক ডেভলপমেন্ট অফিসারকে একটি ডেপুটেশন জমা দেন ৷ এদিন বিজেপির বিডিও দফতর ঘেরাও কর্মসূচিকে ঘিরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছিল বাঁকুড়া পুলিশ প্রশাসন ৷
Last Updated : Feb 3, 2023, 8:37 PM IST