God Madan Mohan: 108 কলসী জল দিয়ে স্নান করলেন কোচবিহারের মদনমোহন - মদনমোহনের স্নানযাত্রা
রথযাত্রার আগে রবিবার কোচবিহার অনুষ্ঠিত হল মদনমোহনের স্নানযাত্রা ৷ স্থানীয় মদনমোহন মন্দিরে 108 কলসী জল দিয়ে ভগবান মদনমোহনকে স্নান করানো হয় । কোচবিহারের রাজাদের আমল থেকে রথযাত্রার আগে মদনমোহনের স্নানের এই প্রথা চলে আসছে ৷ সাধারণত রথযাত্রার আগে জৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে মদনমোহনকে স্নান করানো হয় । দুধ, দই, ঘি, মধু,ডাবের জল, গঙ্গা জল-সহ 108 কলস জল দিয়ে স্নান করানো মদনমোদনকে ।
কথিত আছে কোচবিহারের রাজাদের আরাধ্য দেবতা মদনমোহন । তাছাড়া কোচবিহারের বাসিন্দারাও মদনমোহনকে পুজো দিয়েই যে কোনও শুভ কাজের সূচনা করেন । আর কয়েকদিন পরেই রথযাত্রা ৷ তার আগে এদিন কোচবিহারের মদনমোহন বাড়িতে মদনমোহনের স্নানযাত্রা অনুষ্ঠিত হল । মূল মন্দিরের বারান্দায় ডাবের জল, নদীর জল, সমুদ্রের জল-সহ 108 কলসী জল দিয়ে স্নান করানো হয় দেবতাকে ।
পরে বিশেষ পুজো অনুষ্ঠিত হয় । কোচবিহার মদনমোহন বাড়ির রাজপুরোহিত হীরেন্দ্রনাথ ভট্টাচার্য বলেন, "এই স্নান যাত্রা দেখতে বহু ভক্ত ভিড় জমিয়েছিলেন মদনমোহন মন্দিরে। পাশাপাশি রথযাত্রা উৎসবকে কেন্দ্র করে সাজো সাজো রব কোচবিহার মদনমোহন বাড়িতে । জগন্নাথদেব যেমন রথে চড়ে মাসি বাড়ি যান, সেইরকমই কোচবিহারে মদনমোহন রথে চড়ে গুঞ্জবাড়িতে মাসি বাড়ি যায় । সাতদিন সেখানে থাকার পর আবার মদনমোহন বাড়িতে ফিরে আসে মায়ের কাছে ।"