Kali Puja 2023: কালীপ্রতিমা বিসর্জনে ঢাকে বোল তুলল পুলিশ! ভবানী পাঠকের পুজো ঘিরে বিতর্ক - Controversy raises as Police official
Published : Nov 14, 2023, 3:09 PM IST
কালীপুজোর নিরঞ্জনে যোগ দিলেন পুলিশ কর্মী ৷ আর তা নিয়ে তৈরি হল বিতর্ক ৷ ভিডিয়োয় দেখা গেল, প্রতিমা নিরঞ্জনে ঢাক বাজাচ্ছেন পুলিশ কর্মী ৷ আর তাঁর গায়ে রয়েছে পুলিশের উর্দি ৷ ঘটনাটি ঘটেছে মালদার রতুয়ায় ৷ এর আগেও অবশ্য এমন বিতর্ক হয়েছে ৷ এর আগেও কলকাতা পুলিশের প্রাক্তন কমিশনার সুরজিৎ কর পুরকায়স্থকে নিয়ে এমন বিতর্ক তৈরি হয়েছিল ৷ উর্দি পরে খালি পায়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কালীপুজোয় গিয়ে বিতর্কে জড়ান সুরজিৎ৷
কালীপুজোর পর চিরাচরিত প্রথা মেনে সোমবার রাতে সম্পন্ন হয় নিরঞ্জন ৷ মালদার রতুয়া 2 নম্বর ব্লকের গোবরজনা গ্রামে দেবী চৌধুরাণির মন্ত্রদাতা ভবানী পাঠকের স্মৃতি বিজড়িত গোবরজনা কালীমাতা ঠাকুরণীর নিরঞ্জন পর্বে হাজির ছিলেন এলাকার বহু বাসিন্দা ৷ বিসর্জনকে কেন্দ্র করে কয়েক হাজার মানুষের ঢল নামে ৷ জেলার বিভিন্ন প্রান্ত থেকে অগণিত ভক্ত মা ঠাকুরণীর মন্দিরে উপস্থিত হন ৷
স্বভাবতই, নিরঞ্জন পর্ব ঘিরে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল গ্রামে ৷ উপস্থিত ছিলেন জেলা পুলিশের কর্তারাও ৷ এর মধ্যে পুলিশের পোশাকেই ঢাকে বোল তুলে মা কালীকে বিদায় জানান পুখুরিয়া থানার ওসি গৌতম চৌধুরী ৷ অন্য ভক্তদের সঙ্গে তিনিও মেতে ওঠেন নিরঞ্জনের আনন্দে ৷ আর এ নিয়েই বিতর্ক তৈরি হয়েছে ৷