পশ্চিমবঙ্গ

west bengal

সেচমন্ত্রী পার্থ ভৌমিক

ETV Bharat / videos

Partha Bhowmick: 'তৃণমূলের সবাই সাধু নয়, চোরও আছে' দলীয় সমালোচনায় সেচমন্ত্রী - দলীয় সমালোচনায় সেচমন্ত্রী পার্থ ভৌমিক

By

Published : Mar 21, 2023, 10:59 PM IST

"তৃণমূলের সবাই সাধু নয় তার মধ্যে চোরেরা আছে", বারুইপুরে একটি সভাতে গিয়ে এইরকমই বিস্ফোরক মন্তব্য করলেন সেচমন্ত্রী পার্থ ভৌমিক (controversial comment of Partha Bhowmick)। এই মন্তব্যকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা । মঙ্গলবার দক্ষিণ 24 পরগনা বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রে কেশপুর গ্রামের শংকরপুর 1 নম্বর ও 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের সংযোগকারী কেশপুর কংক্রিটের একটি সেতু উদ্বোধন করতে এসেছিলেন সেচ দফতরের মন্ত্রী পার্থ ভৌমিক ৷ সেই অনুষ্ঠানে তৃণমূলে অনেকেই এসেছেন বিজপি ও সিপিএম থেকে ৷ আর তৃণমূল যারা করেন সবাই 100% সৎ নয় ৷ তাদের মধ্যেও চোর আছে । দল সেগুলিকে দেখছে ভেবেচিন্তে । এদিন তিনি বলেন, "উপর তলা থেকে নীচের তলার পর্যন্ত নেতা মন্ত্রীদের ও কর্মীদের দুর্নীতি দেখলে কিন্তু দল বহিষ্কার করছে । এটা বামফ্রন্ট করেনি । বিধানসভার মধ্যে কিন্তু বাম আমলে মুখ্যমন্ত্রী বুদ্ধদেবের ভট্টাচার্য তিনি বলেছিলেন চোরেদের মন্ত্রী সভায় থাকবো না । বলে তিনি ইস্তফা দিয়েছিলেন । এসএসসি একটি সংস্থা যা বাম আমলে দুর্নীতি হয়েছিল । যদি তৃণমূলের আমলে দুর্নীতি হয়, কেবলমাত্র তৃণমূলের কর্মী সমার্থকরা চাকরি পাবে । এতে বিজেপি বা সিপিএমের নেতা-নেত্রীদের ছেলেরা কেন চাকরি পেল ।" 

ABOUT THE AUTHOR

...view details