Two Minors Mortgages For Tomatoes: টমেটোর দাম না পেয়ে নাবালককে আটকে রাখলেন সবজি বিক্রেতা! - নাবালককে আটকে রাখার অভিযোগ সবজি বিক্রেতার বিরুদ্ধে
টমেটোর দাম না পেয়ে দুই নাবালককে আটকে রাখার অভিযোগ সবজি বিক্রেতার বিরুদ্ধে ৷ ঘটনাটি ওড়িশার কটকের ৷ 2 কেজি টমেটো নিয়ে ওই দুই নাবালককে সবজি বিক্রেতার কাছে রেখে চলে যায় এক ব্যক্তি ৷ দীর্ঘক্ষন কেটে গেলেও আর ফিরে আসেননি তিনি ৷ এদিকে টমেটোর দাম না পেয়ে নাবালকদের ছাড়তে নারাজ সবজি বিক্রেতা ৷ এই খবর এলাকায় নিমেষের মধ্যে ছড়িয়ে পড়ে ৷
2 নাবালক জানায়, এক ব্যক্তি তাদের ডেকে ছিলেন ওয়াশিং মেশিন সরানোর জন্য ৷ 300 টাকার বিনিময়ে ওই কাজ করতে রাজি হয়ে গিয়েছিল তারা ৷ সেই মতোই ওই ব্যক্তির সঙ্গে ছত্র বাজার এলাকায় দেখা করে দুই নাবালক ৷ তাদের নিয়ে বাজারে যায় সে ৷ এরপরই এক সবজি বিক্রেতার কাছ থেকে 2 কেজি টমেটো কিনে নাবালকদের সেখানে রেখে টাকা আনার অছিলায় সেখান থেকে চলে যায় ওই ব্যক্তি ৷ দীর্ঘক্ষণ কেটে গেলেও ব্যক্তি ফিরে না আসায় দুই নাবালক আটকে দেয় সবজি বিক্রেতা ৷ টমেটোর দাম না মেলা পর্যন্ত তাদের আটকে রাখার কথাও জানিয়ে দেয় ৷ শুধুই কি টমেটোর অগ্নিমূল্যের কারণে এই ঘটনা ঘটিয়েছেন ওই ব্যক্তি না কি নাবালাকদের অপহরণের ছক করেছিলেন, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ ৷