পশ্চিমবঙ্গ

west bengal

Agitation by Congress: রাহুলের সাংসদ পদ খারিজ, প্রতিবাদে দুর্গাপুরে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ কংগ্রেসের

By

Published : Mar 25, 2023, 12:06 PM IST

দুর্গাপুরে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ কংগ্রেসের

রাহুল গান্ধির সাংসদ পদ খারিজের প্রতিবাদ এবার পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে (Congress Agitation on Rahul Gandhi MP Post Controversy)। মোদি পদবি নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে ভারতীয় জাতীয় কংগ্রেসের মুখ রাহুল গান্ধির সাংসদ পদ খারিজের নির্দেশিকা জারি করে লোকসভার স্পিকার। আর তাই নিয়েই এই মুহূর্তে দেশজুড়ে রাজনৈতিক আলোড়ন দেখা দিয়েছে। কেন্দ্রের বিজেপি সরকারের সমালোচনায় সরব বিজেপি বিরোধী সমস্ত রাজনৈতিক দলগুলি। রাহুল গান্ধির নাম না-লিখে এই ঘটনার তীব্র নিন্দা করে শুক্রবার টুইট করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। এই প্রসঙ্গে ভিডিয়ো বার্তা টুইট করতে দেখা গিয়েছে তৃণমূল কংগ্রেসের সাংসদ ডেরেক ওব্রায়েনকেও। 

শনিবার দুর্গাপুর থানা এলাকার অন্তর্গত কাদারোডে কংগ্রেসের কর্মীরা কালো ব্যাজ পরে উড়ালপুলের কাছে 19 নম্বর জাতীয় সড়কের সার্ভিস রোড অবরোধ করে ৷ জাতীয় সড়কের সার্ভিস রোডে টায়ার জ্বালিয়ে বসে পড়েন কংগ্রেসের নেতা-কর্মীরা। জেলা নেতা তরুণ রায়ের নেতৃত্বে টায়ার জ্বালিয়ে সার্ভিস রোড অবরোধ করে তুমুল বিক্ষোভ করেন কংগ্রেসের কর্মী-সমর্থকরা। তরুণ রায়ের উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে জানান, কেন্দ্রের ফ্যাসিস্ট সরকার ও আরএসএস চাইছে রাহুল গান্ধির মুখ বন্ধ করে দিতে। নরেন্দ্র মোদির নেতৃত্বে যে ফ্যাসিস্ট সরকার কেন্দ্রে রয়েছে সেই সরকারের কাজ যারা মানুষের কথা বলবে তাঁদের কণ্ঠস্বরকে স্তব্ধ করে দেওয়া। এদিন রাস্তা অবরোধ চলাকালীন দুর্গাপুর থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি সামাল দেয় ৷

ABOUT THE AUTHOR

...view details