পশ্চিমবঙ্গ

west bengal

কংগ্রেসের রাজভবন অভিযানে ধুন্ধুমার

ETV Bharat / videos

Congress Agitation on Manipur Violence: মণিপুর ইস্যুতে কংগ্রেসের রাজভবন-অভিযানে ধুন্ধুমার - রাজভবনের সামনে বিক্ষোভ প্রতিবাদ করা হয়

By

Published : Jul 25, 2023, 6:37 PM IST

মণিপুর নিয়ে রাজভবনে প্রদেশ কংগ্রেসের বিক্ষোভ মিছিলে বাধা কলকাতা পুলিশের । বিক্ষোভ ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি । তার জেরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করে প্রদেশ কংগ্রেসের বিক্ষোভরত সদস্যরা । মণিপুর নিয়ে যখন তোলপাড় গোটা দেশ তখন সেই রাজ্যের বিজেপি পরিচালিত সরকারের বিরুদ্ধে বিক্ষোভে নামে প্রদেশ কংগ্রেস । রাজভবনের সামনে তাদের প্রতিবাদ মিছিল বাধার সম্মুখীন হয় বলে অভিযোগ । মেইতেই এবং কুকি জনগোষ্ঠীর সংঘর্ষে  প্রায় আড়াই মাস ধরে জ্বলছে মণিপুর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, মণিপুরের মুখ্যমন্ত্রী বীরেন সিংয়ের ওপর ক্ষোভ বেড়েই চলেছে। যার আঁচ বাংলাতেও । কেন বিক্ষোভ মিছিলকে আটকে দেওয়া হল, সেই নিয়েও প্রদেশ কংগ্রেস কর্মীরা সরব হন । 

অন্যদিকে, মণিপুর নিয়ে এবার পথে নামার সিদ্ধান্ত নিয়েছে মহিলা তৃণমূলও। আগামী একমাস রাজ্যজুড়ে প্রতিবাদ কর্মসূচি চালানোর সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন মহিলা তৃণমূলের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। ইতিমধ্যে মহিলা তৃণমূলের তরফে সব জেলার মহিলা সভানেত্রীদের নির্দেশ পাঠিয়ে দেওয়া হয়েছে। দলের তরফে বলা হয়েছে, সময় এবং সুযোগ বুঝে রাজ্য নেতৃত্বের সঙ্গে আলোচনার ভিত্তিতে তারা যেন এই কর্মসূচি নেন। প্রতিবাদ কর্মসূচি শুরু হবে দক্ষিণ কলকাতা মহিলা তৃণমূলের কর্মসূচি দিয়ে। এর পর ধাপে ধাপে মহিলা তৃণমূলের তরফে সাংগঠনিক ভাবে সব জেলায় প্রতিবাদ মিছিল করা হবে ৷

ABOUT THE AUTHOR

...view details