Fishes died in Mirik Lake : মিরিক লেকে দূষণের কারণে রঙিন মাছের মড়ক - মিরিক লেকে দূষণের কারণে রঙীন মাছের মড়ক
পাহাড়ের পর্যটনের অন্যতম কেন্দ্র হল মিরিক (Mirik Lake Tourist spot) । মিরিক পর্যটন কেন্দ্রটি বিখ্যাত মিরিক লেকের জন্য । শিকারা ও রঙিন মাছের জন্যই পর্যটকদের অন্যতম প্রিয়স্থান মিরিক (Famous for colourful fishes)। কিন্তু আচমকা শনিবার সকাল থেকে মিরিক লেকে মরা মাছ ভেসে উঠতে দেখেন স্থানীয়রা । এদিন সকালে স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা লেক থেকে অন্তত 30টি মৃত মাছ উদ্ধার করেন (Fish died in lake) । ওই মাছগুলির মৃত্যুতে গোটা এলাকায় পচা গন্ধ ছড়িয়ে পড়েছিল । মিরিকের প্রশাসনিক আধিকারিকদের মতে, লেকের জল দূষিত হওয়ার কারণেই ওই মাছের মৃত্যু হয়েছে (water pollution) । এর জন্য মিরিকবাসীকে আরও সচেতন হতে হবে বলে জানিয়েছেন তাঁরা (awareness needed)। ঘটনাটির পরই নড়েচড়ে বসেছে প্রশাসন । কেনও এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখতে শুরু করেছে জিটিএয়ের পর্যটন আধিকারিকরা । মিরিক লেকের দূষিত জল সংস্কার করে লেকে পরিশুদ্ধ জলের ব্যবস্থা না করলে আরও মাছের মৃত্যু হবে বলে দাবি করেছে স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা । মৃত মাছগুলিকে লেক থেকে উদ্ধার করে মাটিতে পুঁতে দেওয়া হয় এদিন ।
Last Updated : Feb 3, 2023, 8:22 PM IST