Coal Scam: কয়লাপাচারের নিয়ন্ত্রণ কার হাতে থাকবে ? বজবজে তুমুল সংঘর্ষ - কয়লা পাচারের রাশ নিয়ে সিন্ডিকেট
কয়লা পাচারের রাশ কার হাতে থাকবে তা নিয়ে দুই দলের সংঘর্ষ (Coal Scam in Budge budge) ৷ স্থানীয় এবং পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার ফুটবল খেলায় জিতে যাওয়ার জন্য একটি নৈশ ভোজের আয়োজন করা হয়েছিল । অভিযোগ, সেখানে শেখ শামসের ওরফে শেরা বিশ্বজিৎকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে প্রাণনাশের হুমকি দেয়। এমনকী ঘরে ঢুকে বন্দুকের বাট দিয়ে মেরে তাঁর মাথা ফাটিয়ে দেয়। বিশ্বজিতের পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ৷ সেই অভিযোগের ভিত্তিতেই শামসেরকে আটক করে পুলিশ ৷ পুলিশের অনুমান ভারী কোনও বস্তু দিয়ে বিশ্বজিৎকে আঘাত করা হয়েছে ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷ প্রাথমিকভাবে পুলিশের অনুমান, কয়লাপাচার ঘিরে গোলমালের জেরেই সংঘর্ষে জড়িয়ে পড়ে দুটি গোষ্ঠী ।
Last Updated : Feb 3, 2023, 8:27 PM IST