Mamata at Darjeeling: দার্জিলিং কফি হাউসের আড্ডায় মমতা, সুর মেলালেন সাহেবের গানে - মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
দার্জিলিঙে কফি হাউজে একেবারে ঘরোয়া আড্ডায় মজলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । টলিউড অভিনেতা ও গায়ক সাহেব চট্টোপাধ্যায়ের সঙ্গে গলা মেলালেন তিনি । গাইলেন আলোকের এই ঝরনা ধারা গানটি (CM Mamata Banerjee sing with actor Saheb in Darjeeling coffee house)৷ মঙ্গলবার দার্জিলিঙের প্রাণকেন্দ্রে কফি হাউজের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী । তিন মাস আগে পাহাড় সফরে গিয়ে ওই কফি হাউজ দেখে এসেছিলেন তিনি । কলকাতার কফি হাউজের আদলে দার্জিলিং-এর ওই কফি হাউজ তৈরির কথা জানিয়েছিলেন । আর এ দিন তারই উদ্বোধনে গিয়ে অন্য মেজাজে দেখা গেল মুখ্যমন্ত্রীকে । এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিটিএ নির্বাচিত সদস্য অনিত থাপা, রাজ্যের মুখ্যসচিব ও মন্ত্রী অরূপ বিশ্বাস-সহ অন্যান্যরা । শুধু তাই নয়, পর্যটক থেকে শুরু করে সমস্ত মানুষকে ওই কফি হাউজে ঘুরতে যাওয়ার আবেদনও করেন মুখ্যমন্ত্রী ।
Last Updated : Feb 3, 2023, 8:24 PM IST