পশ্চিমবঙ্গ

west bengal

ডুরান্ড কাপের উদ্বোধনী অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায়

ETV Bharat / videos

Durand Cup 2023: মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে ডুরান্ড কাপের বর্ণাঢ্য উদ্বোধন - Mamata Banerjee inaugurates 132nd Durand Cup

By

Published : Aug 3, 2023, 8:05 PM IST

জাঁকজমকভাবে শুরু হয়ে গেল এশিয়ার প্রাচীনতম ফুটবল টুর্নামেন্ট ডুরান্ড কাপ ৷ যুবভারতী ক্রীড়াঙ্গনে বৃহস্পতিবার 132তম ডুরান্ড কাপের উদ্বোধন করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় ৷ তিনি বললেন, "সবার আশীর্বাদ ও দোয়ায় আর্মি এবং পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে ডুরান্ড কাপ শুরু হল। সব টিমকে স্বাগত। ইন্ডিয়া এবং বাংলাদেশের সবাইকে অভিনন্দন ৷" এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, আর্মি স্টাফের প্রধান জেনারেল মনোজ পাণ্ডে-সহ আরও অনেকে। মোহনবাগান সুপার জায়ান্ট বনাম বাংলাদেশ আর্মি দলের ম্যাচ দিয়ে ডুরান্ড কাপের বল গড়াল এদিন। বাংলার তিনপ্রধান কলকাতা লিগ দিয়ে মরশুম শুরু করলেও সর্বভারতীয় স্তরে ডুরান্ডই চলতি মরশুমে প্রথম টুর্নামেন্ট ৷ কলকাতার তিম প্রধান-সহ 24টি দল অংশগ্রহণ করছে ডুরান্ড কাপে ৷ রয়েছে আইএসএলের সবক'টি দল ৷ 

উদ্বোধনী অনুষ্ঠানে এদিন বিশেষ অনুষ্ঠান করেন দেশের সেনা জওয়ানরা। যেখানে দেশের সংস্কৃতি এবং সার্বভৌমত্বের ছবি তুলে ধরা হয়। যুব দল এবং সিনিয়র দলের মেলবন্ধনে এবার ডুরান্ডে দল নামাবে বাগান ৷ প্রথম ম্যাচে কোনও বিদেশি ছাড়াই নামল তারা ৷ একই গ্রুপেই রয়েছে ইস্টবেঙ্গলও ৷ আগামী রবিবার বাংলাদেশ আর্মির বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলবে লাল-হলুদ ব্রিগেড ৷

ABOUT THE AUTHOR

...view details