পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

CJI Uday Umesh Lalit: কবিগুরুর হাতে গড়া শান্তিনিকেতন ঘুরতে এলেন প্রধান বিচারপতি - বোলপুর

By

Published : Oct 29, 2022, 3:30 PM IST

Updated : Feb 3, 2023, 8:30 PM IST

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের হাতে গড়া শান্তিনিকেতন (Santiniketan) ঘুরে দেখতে এলেন সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি উদয় উমেশ ললিত (CJI Uday Umesh Lalit) ৷ প্রথমে বিশ্বভারতীর রথীন্দ্র অতিথি গৃহে এসে পৌঁছন তিনি ৷ সেখানে বিশ্বভারতীর তরফে তাঁকে স্বাগত জানানো হয় ৷ পরে তিনি রবীন্দ্র ভবন সংগ্রহশালা ঘুরে দেখেন ৷ এখানেই কবিগুরুর নোবেল পদকের রেপ্লিকা-সহ তাঁর ব্যবহৃত নানা সামগ্রী, বহু লেখনি, ছবি, স্মৃতি প্রভৃতি সংরক্ষিত রয়েছে ৷ রবীন্দ্র ভবনের ভিজিটর বুকে নিজের মতামতও লিখে দেন প্রধান বিচারপতি উদয় উমেশ ললিত ৷ সূত্রের দাবি, বিশ্বভারতী ঘুরে আপ্লুত তিনি ৷ এদিন প্রধান বিচারপতির সঙ্গে ছিলেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী-সহ অন্য আধিকারিকরা ৷
Last Updated : Feb 3, 2023, 8:30 PM IST

ABOUT THE AUTHOR

...view details