পশ্চিমবঙ্গ

west bengal

বাঁকুড়ায় কারখানার সামনে সিটু ও বিজেপির বিক্ষোভ

ETV Bharat / videos

Industrial Accident at Bankura: গলিত লোহা ছিটকে শ্রমিক মৃত্যুর প্রতিবাদ, বাম-বিজেপির বিক্ষোভ বড়জোড়ার কারখানায় - CITU and BJP protests over death of two workers

By

Published : Jun 1, 2023, 6:38 PM IST

বেসরকারি কারখানায় গলিত লোহা ছিটকে মঙ্গলবার 15 শ্রমিকের আহত হওয়া ও বুধবার তার মধ্যে দুই শ্রমিকের মৃত্যুর ঘটনায় বৃহস্পতিবার পথে নামল বাম ও বিজেপি ৷ এই দুই দলের নেতা-কর্মীরা এদিন উক্ত কারখানার গেটের সামনে বিক্ষোভ দেখান ৷ 

প্রসঙ্গত, বাঁকুড়ার বড়জোড়ার ঘুটগড়িয়া শিল্পতালুকে একটি বেসরকারি লৌহ-ইস্পাত কারখানার বয়লার ফেটে ও গলিত উত্তপ্ত লোহা ছিটকে মঙ্গলবার গুরুতর আহত হন 15 জন শ্রমিক ৷ এর মধ্যে 14 জনকে আশঙ্কাজনক অবস্থায় দুর্গাপুরে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় ৷ সেখানেই আজ বুধবার দুই শ্রমিকের মৃত্যু হয় ৷ সূত্র মারফত জানা গিয়েছে, মৃত শ্রমিকদের পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে সাড়ে সাত লক্ষ টাকা দেওয়ার কথা জানিয়েছে কারখানা কর্তৃপক্ষ । এই ঘটনার প্রতিবাদেই আজ পথে নামে স্থানীয় বাম শ্রমিক সংগঠন সিটু ও বিজেপি নেতৃত্ব ৷  

সিটুর অভিযোগ, শ্রমিক মৃত্যুর আর্থিক সাহায্য হিসেবে কারখানা কর্তৃপক্ষ তাদের সঙ্গে কোনওরকম আলোচনা করেনি । কেবলমাত্র তৃণমূলের নেতাদের সঙ্গে কারখানা কর্তৃপক্ষ আলোচনা করেন। মৃত শ্রমিকদের পরিবারপিছু আর্থিক সাহায্য হিসেবে 10 লক্ষ টাকা দেওয়ার দাবি জানিয়েছেন সিটুর নেতারা ।

বামেদের বিক্ষোভ দেখানোর কিছুক্ষণ পরে কারখানার গেটের সামনে বিক্ষোভ দেখায় স্থানীয় বিজেপি নেতৃত্ব । বিজেপিও কারখানা কর্তৃপক্ষ ও তৃণমূল বিরুদ্ধে একযোগে আক্রমণ শানায় । যদিও দলের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূলের সহ-সভাপতি সুখেন বিদ ।

ABOUT THE AUTHOR

...view details