পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Christmas Fair: শীতের সন্ধ্যায় লেকটাউনে জমজমাট পৌষ পার্বণ ও ক্রিসমাস মেলা - পার্ক স্ট্রিট

By

Published : Dec 26, 2022, 10:40 PM IST

Updated : Feb 3, 2023, 8:37 PM IST

জয় রাইড থেকে শুরু করে এক্কেবারে নেপালিদের হতে তৈরি স্টিম মোমো। সান্টা টুপি ও খেলনা থেকে আগুন পান এবং রকমারি মিষ্টি পিঠে ৷ শীতের সন্ধ্যায় লেকটাউন শ্রীভূমির পৌষ পার্বণ ও ক্রিসমাস মেলা (Christmas Fair) এভাবেই জমে উঠেছে। ভিআইপি রোডের শুরু থেকে লেকটাউন মোড় সার্ভিস রোড ধরে চলছে এই মেলা। সন্ধ্যা বাড়তেই, বাড়ছে ভিড়। কলকাতার প্রাণ কেন্দ্র পার্ক স্ট্রিটে (Park Street) আলোর খেলা দেখতে যেমন কাতারে কাতারে লোক ছুটছেন। এখানে তেমনটা নয় ! এক মনোরম পরিবেশে আলোর রোশনাইকে সাক্ষী রেখেই মানুষজন এই শীতের সন্ধেই শহুরে মেলার আমেজ তাড়িয়ে উপভোগ করছেন। খাওয়া দাওয়া, নাগরদোলা, কেনাকাটা, গান-বাজনা, মাঠে বসে আড্ডা, বড় দিনের রঙ বাহারি আলো সব মিলিয়ে জমজমাট লেক টাউনের এই মেলা।
Last Updated : Feb 3, 2023, 8:37 PM IST

ABOUT THE AUTHOR

...view details