পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Christmas Celebration in Belur Math: পরম্পরা মেনে বিশেষ মর্যাদায় বেলুড় মঠে যিশু পুজো - বড়দিন

By

Published : Dec 24, 2022, 11:08 PM IST

Updated : Feb 3, 2023, 8:36 PM IST

25 ডিসেম্বর, বড়দিন (Christmas) উপলক্ষে তার আগের রাতে 24 ডিসেম্বর সন্ধ্যায় বেলুড় মঠে প্রতি বছরের ন্যায় এই বছরেও যিশু পুজোর আয়োজন করা হয় (Christmas Celebration in Belur Math) । এদিন বিশেষ মর্যাদার সঙ্গে বেলুড় মঠে যিশুখ্রিস্টের জন্মদিনের আয়োজন করে রামকৃষ্ণ মঠ ও মিশন। শনিবার সন্ধ্যায় আরতির পর শুরু হয় বেলুড় মঠে যিশুর আরাধনা পর্ব। আজ শ্রীরামকৃষ্ণদেবের মন্দিরে প্রভু যিশুর ছবি বসানো এই বিশেষ পুজো সম্পন্ন হয়। পুজোর জায়গা মোমবাতি, ফুল দিয়ে সাজানো হয়। যিশুর ছবির সামনে দেওয়া হয় কেক, লজেন্স, ফল, পেস্ট্রি ও মিষ্টি। বেলুড় মঠে ক্যারোলের মাধ্যমে পুজোর সূচনা হয়। পুজোর আচার অনুযায়ী যিশুর জন্মকাহিনীর পাঠ করা হয়। মঠের চিরাচরিত নিয়ম মেনে আজ সন্ধ্যাআরতির পরেই শুরু হয় এই বিশেষ অনুষ্ঠান।
Last Updated : Feb 3, 2023, 8:36 PM IST

ABOUT THE AUTHOR

...view details