Christmas in Park Street: থিকথিকে ভিড়, চেনা মেজাজে বড়দিনের পার্ক স্ট্রিট, দেখুন ভিডিয়ো... - ক্রিসমাস ট্রি
পার্কস্ট্রিট মানেই কেক, উল্লাস, সান্তা আর আনন্দ ৷ বড়দিনে আলোয় সেজে উঠেছে পার্ক স্ট্রিট চত্বর (Christmas at Park Street) ৷ ইটিভি ভারতের প্রতিনিধিরা ঘুরে দেখলেন এই আলোয় ঘেরা পার্ক স্ট্রিট চত্বর ৷ নানা রঙের স্টার, বড় বড় সান্তাক্লজ, জিঙ্গল বেল, ক্রিসমাস ট্রি, কী নেই পার্কস্ট্রিটে বড়দিনের থিমে। গতকাল সন্ধে অর্থাৎ, ক্রিসমাস ইভ থেকেই শুরু হয়েছে ভিড় ৷ যা দেখতে তিলোত্তমার প্রাণকেন্দ্রে ছুটে আসছেন সাত থেকে সত্তর প্রত্যেকেই। বড়দিনে প্রায় প্রতিবছরই আলোর সাজে রঙিন হয়ে ওঠে পার্ক স্ট্রিট। এবার যেন একটু বেশি। অন্তত রাস্তায় হাঁটা মানুষের চোখমুখের ভাষা তেমনটাই বলছে। অনেকে তো হাঁ করে দাঁড়িয়ে দেখছেন আলোর জাদু। ডাইনে থেকে বাঁয়ে যেদিকেই চোখ যায়, শুধুই আলোয় ধাঁধাচ্ছে চোখ। সেলফি তোলার হুড়োহুড়িতে ভিড় সামাল দিতে প্রাণ ওষ্ঠাগত পুলিশেরও।
Last Updated : Feb 3, 2023, 8:37 PM IST