পশ্চিমবঙ্গ

west bengal

চিরঞ্জিত চক্রবর্তী

ETV Bharat / videos

Chiranjit on Panchayat Election: কোথায় বিরোধীরা? পঞ্চায়েত ভোটে একতরফা খেলা হবে, দাবি চিরঞ্জিতের - chiranjit reaction on panchayat election

By

Published : Mar 31, 2023, 1:32 PM IST

মধ্যমগ্রাম, 31 মার্চ: পঞ্চায়েত নির্বাচন একতরফা হওয়ার কথা আগেও বহুবার শোনা গিয়েছে শাসকদলের নেতাদের মুখে। এবার হুবহু তারই প্রতিধ্বনি করলেন তৃণমূলের তারকা বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী। ভোটের নির্ঘণ্ট প্রকাশ হয়নি এখনও ৷ তার আগেই সুর চড়ছে রাজ্য়ের শাসকদলের নেতাদের গলায় ৷ কার্যত বিনাপ্রতিদ্বন্দ্বিতায় এবার পঞ্চায়েত নির্বাচন একতরফা হওয়ার দাবি করলেন বারাসতের তৃণমূল বিধায়ক বৃহস্পতিবার মধ্যমগ্রামে তৃণমূল জেলা পার্টি অফিসে কর্মসূচিতে যোগ দিয়ে ইটিভি ভারতের মুখোমুখি হয়ে চিরঞ্জিত বলেন,"বিরোধীদের সংগঠন না থাকলে কী করে লড়াই হবে? ওঁরা তো লড়াইয়ে নেই! আমরা চাই ওদের সংগঠন মজবুত হোক। যাতে লড়াইয়ের জন্য প্রস্তুত হতে পারে। কিন্তু না থাকলে কী করা যাবে?" চিরঞ্জিতের মন্তব্যে প্রচ্ছন্ন হুঁশিয়ারী খুঁজে পাচ্ছেন বিরোধী রাজনৈতিক দলগুলি। 

পাশাপাশি তিনি আরও বলেন, "এ রাজ্যের বিজেপির নেতারা দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে সিবিআই, ইডির আরও তৎপর হওয়ার আবেদন করেন ৷ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যেভাবে কাজ করছে তাতে হয়তো অসন্তুষ্ট তাঁরা। কিন্তু, ওদের কথার গুরুত্ব না-দিয়ে শাহ বাংলায় সংগঠন মজবুত করার পরামর্শ দেন। এর থেকে পরিষ্কার এখানে বিজেপির সংগঠন দুর্বল। সংগঠন বলে কিছু নেই। তাই,পঞ্চায়েতে লড়াই যে একতরফা  হবে তাতে সন্দেহ নেই। 

ABOUT THE AUTHOR

...view details