পশ্চিমবঙ্গ

west bengal

ভোলা শংকর'-এর শ্যুটিংয়ে সুপারস্টার চিরঞ্জীবী এবং তমান্না

ETV Bharat / videos

Chiranjeevi-Tamannaah in Kolkata: কলকাতায় তেলুগু ছবির শ্যুটিংয়ে চিরঞ্জীবী ও তমান্না, দেখুন ভিডিয়ো - ভেদালম ছবির রিমেক

By

Published : May 4, 2023, 5:50 PM IST

Updated : May 4, 2023, 6:42 PM IST

তেলুগু ছবির শ্যুটিংয়ে কলকাতায় দক্ষিণী সুপারস্টার চিরঞ্জীবি ও তমান্না ভাটিয়া । 10 মে পর্যন্ত চলবে শ্যুটিং। ছবির নাম ভোলা শংকর ৷ মেহের রমেশ পরিচালিত অ্যাকশন ড্রামা 'ভোলা শংকর'-এর শ্যুটিংয়ে যোগ দিয়েছেন তেলুগু ইন্ডাস্ট্রির সুপারস্টার। ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে বৃহস্পতিবার সকাল থেকে শ্যুটিং শুরু করেন চিরঞ্জীবী। এই ছবিতে চিরঞ্জীবীর বিপরীতে অভিনয় করছেন তমান্না ভাটিয়া। ছবিটে একজন ট্যাক্সি চালকের চরিত্রে দেখা গিয়েছে চিরঞ্জীবীকে ৷ তামান্নার পোশাক দেখেই বোঝা গিয়েছে, ছবিতে তাঁর চরিত্র একজন আইনজীবীর ৷ উল্লেখ্য, পয়লা মে 'ভোলা শঙ্কর' ছবিতে চিরঞ্জীবীর নতুন লুক প্রকাশ্যে এসেছিল ৷ পোস্টারে হলুদ ট্যাক্সি ও দক্ষিণেশ্বর মন্দির দেখেই আন্দাজ করা হয়েছিল, ছবির শ্যুটিংয়ে কলকাতায় আসতে পারেন দক্ষিণী সুপারস্টার ৷ তারপরেই সোশাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেন অভিনেতা ৷ সেখানেই অনুরাগীদের জানিয়ে দেন, শ্যুটিংয়ের জন্য কলকাতায় আসছেন চিরঞ্জীবী ৷ জানা গিয়েছে, 'ভেদালম' ছবির রিমেক হতে চলেছে 'ভোলা শঙ্কর' ৷ ছবিতে, একজন গ্যাংস্টার থেকে ট্যাক্সিচালক হয়ে যান অভিনেতা চিরঞ্জীবী ৷ এই ঘটনার সঙ্গে জড়িয়ে রয়েছে তাঁর অতীত ৷ কী সেই অতীত ? কেন গ্যাংস্টার ছিলেন ভোলা শংকর ? ট্য়াক্সিচালক ভোলা শংকরের সঙ্গে আইনজীবী দীপিকা ওরফে তমান্নার সম্পর্ক কী, সব প্রশ্নের উত্তর জানা যাবে ছবি মুক্তির পরেই ৷ আপাতত বেশ কয়েকদিন কলকাতার বিভিন্ন প্রান্তে চলবে ছবির শ্যুটিং ৷ প্রেক্ষাগৃহে 'ভোলা শংকর' মুক্তি পাবে চলতি বছরের 11 অগস্ট ৷

Last Updated : May 4, 2023, 6:42 PM IST

ABOUT THE AUTHOR

...view details