পশ্চিমবঙ্গ

west bengal

শ্রমিকদের সঙ্গে চা-পাতা তুললেন মুখ্যমন্ত্রী

ETV Bharat / videos

পাহাড়ি সাজে মাথায় ঝুড়ি মমতার, শ্রমিকদের সঙ্গে চা-পাতা তুললেন মুখ্যমন্ত্রী - শ্রমিকদের সঙ্গে চা পাতা তুললেন মুখ্যমন্ত্রী

By ETV Bharat Bangla Team

Published : Dec 7, 2023, 2:30 PM IST

Updated : Dec 7, 2023, 8:25 PM IST

Mamata Banerjee: পাহাড়ি কেটির সাজে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর নেপালি সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে মহিলাদের পোশাক পরে, মাথায় ঝুড়ি বেঁধে চা-বাগানে পাতা তুলতে দেখা গেল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। বুধবারই ভাইপো আবেশ বন্দ্যোপাধ্যায়ের বিয়েতে অংশ নিতে কার্শিয়াং পৌঁছেছেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার সকালে তিনি পৌঁছে যান মকাইবাড়ি চা-বাগানে। সেখানে তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন স্থানীয় চা বাগানের যুবতী ও মহিলারা। পাহাড়ের সংস্কৃতির পোশাকে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানান তাঁরা। 

এরপর মুখ্যমন্ত্রী তাঁদের সঙ্গে কথা বলেন। পরবর্তীতে নিজেই সেই সংস্কৃতির পোশাক চান। সেই পোশাক পরে পাহাড়ের ঢাল বয়ে চলে যান চা-বাগানে। বাগানের চা-শ্রমিকদের সঙ্গে মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন পাতা তুলতে শুরু করেন। বরাবরই পাহাড় মুখ্যমন্ত্রী পছন্দের একটি জায়গা। পাহাড়ে গেলে সেখানকার অপরূপ সৌন্দর্যের উপভোগ করতে ভোলেন না তিনি। এর আগে উত্তরবঙ্গ সফরে তাঁকে মোমো বানাতে দেখা গিয়েছিল ৷ আবার কখনও চা বানাতেও দেখা গিয়েছিল তাঁকে। চা বানানোর পর পাহাড়বাসীর সঙ্গে তাঁকে 'চা য়ে পে চর্চা'তেও দেখা গিয়েছিল তাঁকে ৷ পাহাড়ের মানুষের সঙ্গে সাবলীলভাবে মিশে যান তিনি। আর এবার চা শ্রমিকদের সঙ্গে চা পাতা তুলে ফের একবার মন কাড়লেন পাহাড়বাসীর। 

Last Updated : Dec 7, 2023, 8:25 PM IST

ABOUT THE AUTHOR

...view details