Dengue in Durgapur: ডেঙ্গি মোকাবিলায় সচেতনতা বৃদ্ধিতে জোর, পাড়ায় পাড়ায় ঘুরলেন মুখ্য প্রশাসক
ডেঙ্গির প্রকোপে জেরবার দুর্গাপুর (Dengue in Durgapur)। লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা । এই প্রকোপ রুখতে শুধুই প্রশাসনের উদ্যোগ নয়, চাই আমজনতার সচেতনতা (Dengue awareness)। আর এই বার্তা দিতেই দুর্গাপুর পৌরনিগমের বিভিন্ন এলাকায় পাড়ায় পাড়ায় যাওয়ার কথা জানালেন মুখ্য প্রশাসক অনিন্দিতা মুখোপাধ্যায় (West Burdwan)। বৃহস্পতিবার সকালে দুর্গাপুরের 33 নম্বর ওয়ার্ডের তামলা এলাকা পরিদর্শন করেন পৌর প্রশাসক অনিন্দিতা মুখোপাধ্যায় ৷ তিনি এলাকার বিভিন্ন বাড়িতে যান এবং বলেন, বাড়িতে যাতে কোনও জায়গায় জল জমে না থাকে ৷ পাশাপাশি আবর্জনা পরিষ্কার করার কথাও বলেন তিনি ৷ তিনি আরও বলেন, "মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা দুর্গাপুরের পাঁচটা বরো অফিসের আওতায় যে সমস্ত এলাকা আছে সেই সমস্ত এলাকা পরিদর্শন করব ।" অনিন্দিতা মুখোপাধ্যায় এ দিন নিজে দেখলেন বেশকিছু জায়গায় জল জমে আছে । তড়িঘড়ি সেই এলাকাগুলি থেকে জমা জল বের করার ব্যবস্থা করেন তিনি ৷
Last Updated : Feb 3, 2023, 8:31 PM IST