পশ্চিমবঙ্গ

west bengal

Chattisgarh Assembly Elections Result

ETV Bharat / videos

বদলের হাওয়া ছত্তিশগড়ে ! গেরুয়ার দাপটে ভরসা কমছে হাতে - বদলের হাওয়া ছত্তিশগড়ে

By ETV Bharat Bangla Team

Published : Dec 3, 2023, 2:24 PM IST

Chattisgarh Assembly Elections Result 2023: মধ্যপ্রদেশ, রাজস্থান, তেলেঙ্গানা, ছত্তিশগড়ে চলছে মসনদে বসার লড়াই ৷ কংগ্রেসের আশায় জল ঢেলে দিচ্ছে বিজেপি ৷ রাজস্থানের মতো ছত্তিশগড়ে পাশা বদলার খেলা অব্যাহত রয়েছে ৷ ভোট গণনা শুরুর সকাল থেকে কংগ্রেস এগিয়ে থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিজেপি, হাতের সেই আশায় জল ঢেলে দিয়েছে ৷ বেলা যত বেড়েছে ক্রমে পেরিয়ে যায় সংখ্য়াগরিষ্ঠতার আসনও। ফলে ছত্তিশগড়ে বদলের হাওয়া, সে কথা বলাই চলে ৷ 

ছত্তিশগড়ে প্রত্যাশা মতো ফল করতে পারছে না কংগ্রেস ৷ মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল এগিয়ে থাকলেও পিছিয়ে পড়েছে তাঁর দল ৷ রায়পুরে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে উৎসবের মেজাজ। গেরুয়া আবির, আতসবাজি, মিষ্টিমুখে চলছে উচ্ছ্বাস প্রকাশ। আপাতত 55 আসনে এগিয়ে রয়েছে বিজেপি ৷ সেখানে কংগ্রেস রয়েছে 33-এ ৷ ছত্তিশগড়ে 7 মন্ত্রী পিছিয়ে রয়েছেন।  পিছিয়ে রয়েছেন মন্ত্রী তাম্রধ্বজ সাহু, মোহন মারকাম, কাওয়াসি লাখমা, মহম্মদ আকবর, অমরজিৎ ভগৎ, রুদ্র গুরু ও অনিলা ৷ একটি রাজ্য হাতছাড়া হলেও 3 রাজ্যে (মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়) জয়ের পথে বিজেপির। তিন রাজ্যেই দিকে দিকে মেতে উঠেছেন বিজেপি কর্মীরা। অন্যদিকে, তেলেঙ্গানায় বিআরএস-কে হারিয়ে জয়ের দিকে এগোচ্ছে কংগ্রেস। 

ABOUT THE AUTHOR

...view details