Rath Yatra 2023: রথের রশিতে পড়ল টান, ভাইবোনকে সঙ্গে নিয়ে জগন্নাথ গেলেন মাসির বাড়ি - জগন্নাথ গেলেন মাসির বাড়ি
অবশেষে টান পড়েছে রথের রশিতে ৷ এই দিনটার সাক্ষী থাকতে পৃথীবির বিভিন্ন প্রান্ত থেকে লাখো লাখো দর্শনার্থী উপস্থিত হন পুরীর জগন্নাথ ধামে ৷ মহাপ্রভুর যাত্রাকে কেন্দ্র করে কয়েকমাস আগে আগে থেকেই শুরু হয়ে যায় প্রস্তুতি ৷ আষাঢ় মাসের শুক্লাপক্ষের দ্বিতীয়াতে জগন্নাথ, বলরাম ও সুভদ্রা পাড়ি দেন মাসির বাড়ির উদ্দেশ্যে ৷ সেই শোভাযাত্রায় অংশগ্রহণ করেন লাখো পূণ্যার্থী ৷ মঙ্গলবার, সকাল থেকেই জগন্নাথ ধামে রীতি মেনে চলেছে পুজোআর্চা ৷ মন্দির থেকে 2.5 কিলোমিটার দূরে জগন্নাথের মাসির বাড়ি ৷ সেই যাত্রায় 45 ফুট উঁচু রথ টানলেন পেশীবহুল একাধিক মানুষ ৷ সেই শোভাযাত্রায় দাঁড়িয়ে কেউ চাইলেন রশি স্পর্শ করতে, কেউবা প্রার্থনা করতে আবার কেউ ছিলেন বিশেষ মুহূর্তের সাক্ষী থাকতে ৷ রাজ্যপাল গণেশি লাল এবং ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক প্রতীকীভাবে জগন্নাথ রথের সঙ্গে সংযোগকারী দড়িতে টান দিয়ে রথযাত্রার আনন্দ উপভোগ করেছেন ৷
অন্যদিকে, শোভাযাত্রায় তখন খঞ্জনি, খোল-করতাল ও ঢোলের আওয়াজে মুখরিত চারিদিক ৷ সকলের মুখে ধ্বনিত হতে থাকে 'জয় জগন্নাথ' এবং 'হরিবোল' ৷ প্রত্যেক বছর এই উৎসবের অপেক্ষায় থাকেন ওড়িশাবাসী ৷ শোভাযাত্রায় ওড়িশার জনগণ যেমন অংশগ্রহণ করেছিলেন, তেমনি বিদেশ থেকেও অনেক ভক্ত সমাগম হয়েছিল এই দিনের উৎসবে ৷