Chaos in TMC Workers Meeting: তৃণমূলের সংখ্যালঘু সেলের কর্মী সম্মেলনে মেলেনি টিফিন, ক্ষুব্ধ কর্মীরা - কর্মী সম্মেলনে টিফিন নেওয়া ঘিরে বিশৃঙ্খলা
তৃণমূল কংগ্রেসের জেলা সংখ্যালঘু সেলের কর্মী সম্মেলন রবিবার চলছিল বর্ধমানের সংস্কৃতি লোকমঞ্চে (Chaos in TMC Workers Meeting)। সেই সভাতেই টিফিনের প্যাকেট দেওয়া নিয়ে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয় । টিফিন নিতে গিয়ে ঠেলাঠেলিতে পড়েও যান বেশ কয়েকজন ৷ টিফিন নেওয়ার জন্য কার্জনগেটের জিটি রোড টিফিনের গাড়ির পিছনেও ছুটতে দেখা যায় তৃণমূল কর্মীদের । টিফিন না পেয়ে অনেক তৃণমূল কর্মীই দলের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন । অভিযোগ, সাধারণ কর্মীরা টিফিনের প্যাকেট পায়নি । অথচ তাদের সম্মেলনে যোগ দেওয়ার জন্য বারে বারে আবেদন করা হয়েছিল । তৃণমূল কংগ্রেসের কর্মী ওবেদুল হক মল্লিক বলেন," আমরা বর্ধমানের জোৎসাদি বড় কয়রাপুর থেকে এসেছি সংখ্যালঘু সেলের কর্মী সম্মেলনে যোগ দিতে । আমাদেরকে লাইন দিয়ে খাবার নিতে বলেছিল । অথচ আমরা দীর্ঘক্ষণ লাইন দিয়েও খাবার পাইনি, খাবার জলও পাইনি । অনেক মহিলা ঠেলাঠেলি করতে গিয়ে পড়ে গেছেন । কেউ কেউ চোট পেয়েছেন । কোনও সম্মেলনে যোগ দিতে এসে এই ধরনের ঘটনা কী মেনে নেওয়া যায় । আমাদেরকে ডেকে এনে এই ধরনের কাজ করা কী দলের উচিত হয়েছে ?"