পশ্চিমবঙ্গ

west bengal

বিজেপির টিচার্স সেল

ETV Bharat / videos

BJP Bikash Bhavan Abhiyan: বিজেপির টিচার্স সেলের বিকাশ ভবন অভিযান ঘিরে ধুন্ধুমার - বিজেপির টিচার্স সেল

By

Published : May 23, 2023, 5:01 PM IST

বিজেপির টিচার্স সেলের বিকাশ ভবন অভিযান ঘিরে মঙ্গলবার ধুন্ধুমার পরিস্থিতির তৈরি হল সল্টলেকে। এদিন করুণাময়ী বাসস্ট্যান্ডের সামনে মিছিল আটকে দেয় পুলিশ। বিধাননগর পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করে আন্দোলনকারীরা। তখনই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় তাদের । মঙ্গলবার এই অভিযানের নেতৃত্বে ছিলেন রাহুল সিনহা, সজল ঘোষ, পিন্টু পাড়ুই-সহ বিজেপি নেতারা। বকেয়া মহার্ঘভাতা-সহ সাত দফা দাবি নিয়ে বিজেপির টিচার্স সেলের পক্ষ থেকে বিকাশ ভবন অভিযান করা হয় এদিন । আন্দোলনকারীদের সাত দফা দাবিগুলির মধ্যে ছিল, শিক্ষা প্রতিষ্ঠানের সমস্ত শূন্যপদে স্বচ্ছ নিয়োগ অবিলম্বে করতে হবে । অবিলম্বে কেন্দ্রীয় হারে বকেয়া সমেত ডিএ প্রদান করতে হবে । শিক্ষক ও শিক্ষকর্মীদের বদলি সন্ত্রাস বন্ধ করতে হবে । ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে সকল স্তরের শিক্ষক ও শিক্ষা কর্মীদের অন্তর্ভুক্ত করতে হবে । সমগ্র দেশের ন্যায় পিআরটি, টিজিটি ও পিজিটি স্কেল অবিলম্বে চালু করতে হবে । পার্শ্বশিক্ষক ভোকেশনাল এমএসকে, এসএসকে, আইসিটি শিক্ষক এবং শিক্ষা বন্ধুদের কেন্দ্রীয় নীতি মেনে ভাতা/বেতন প্রদান করতে হবে । জাতীয় শিক্ষানীতি 2020 অবিলম্বে প্রণয়ন করতে হবে । 

ABOUT THE AUTHOR

...view details