Kali Puja 2022: পরিবেশবান্ধব আতশবাজি নিয়ে হাজির চম্পাহাটির বাজি মার্কেট - পরিবেশবান্ধব আতশবাজি নিয়ে হাজির
প্রতি বছরের মতো এবারও আদালতের নির্দেশ মেনে পরিবেশবান্ধব আতশবাজির (eco friendly firecrackers) পসরা সাজিয়ে হাজির দক্ষিণ 24 পরগনার বারুইপুরের চম্পাহাটি হারাল বাজি মার্কেট (Champahati Haral Baji Market) ৷ রাজ্যে কিছু আতশবাজিতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে । সেই বিষয়ে বেশ কড়া হাতেই মোকাবিলা করার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন । তবে কালী পুজোর আগে মিলল সুখবর । পরিবেশবান্ধব গ্রিন বাজি বিক্রি করতেই পারেন বিক্রেতারা । সেক্ষেত্রে কোনওরকম আইনি বাধার মুখে পড়তে হবে না। তাদের তাই গ্রিন বাজি বিক্রি করার জন্য এবং মজুত করার জন্য রাজ্যের তরফ থেকে লাইসেন্স দেওয়া হবে বলেই জানিয়েছে দমকল দফতর । এরপরেই দোকানে দোকানে পরিবেশবান্ধব আতশবাজি বিক্রির ছবি ধরা পড়ল (Kali Puja 2022) ৷
Last Updated : Feb 3, 2023, 8:29 PM IST