পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Kali Puja 2022: পরিবেশবান্ধব আতশবাজি নিয়ে হাজির চম্পাহাটির বাজি মার্কেট - পরিবেশবান্ধব আতশবাজি নিয়ে হাজির

By

Published : Oct 22, 2022, 9:27 PM IST

Updated : Feb 3, 2023, 8:29 PM IST

প্রতি বছরের মতো এবারও আদালতের নির্দেশ মেনে পরিবেশবান্ধব আতশবাজির (eco friendly firecrackers) পসরা সাজিয়ে হাজির দক্ষিণ 24 পরগনার বারুইপুরের চম্পাহাটি হারাল বাজি মার্কেট (Champahati Haral Baji Market) ৷ রাজ্যে কিছু আতশবাজিতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে । সেই বিষয়ে বেশ কড়া হাতেই মোকাবিলা করার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন । তবে কালী পুজোর আগে মিলল সুখবর । পরিবেশবান্ধব গ্রিন বাজি বিক্রি করতেই পারেন বিক্রেতারা । সেক্ষেত্রে কোনওরকম আইনি বাধার মুখে পড়তে হবে না। তাদের তাই গ্রিন বাজি বিক্রি করার জন্য এবং মজুত করার জন্য রাজ্যের তরফ থেকে লাইসেন্স দেওয়া হবে বলেই জানিয়েছে দমকল দফতর । এরপরেই দোকানে দোকানে পরিবেশবান্ধব আতশবাজি বিক্রির ছবি ধরা পড়ল (Kali Puja 2022) ৷
Last Updated : Feb 3, 2023, 8:29 PM IST

ABOUT THE AUTHOR

...view details