পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Gujarat Bridge Collapse: মোরবি ব্রিজ দুর্ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে, 35 সেকেন্ডেই সব শেষ - morbi bridge new

By

Published : Oct 31, 2022, 1:12 PM IST

Updated : Feb 3, 2023, 8:30 PM IST

প্রকাশ্যে এল মোরবি ব্রিজ দুর্ঘটনার সিসিটিভি ফুটেজ (CCTV Footage) ৷ সময় নিল না এক মিনিটও ৷ তার আগেই সব শেষ ৷ উল্লেখ্য, 11 অগস্ট 1979, এইদিনে গুজরাতের মোরবিতে মাচ্ছি নদীর ওপর এই কেবল ব্রিজটি ভেঙে যায় (Gujarat Bridge Collapse) ৷ সেই দুর্ঘটনাতেও বহু মানুষ মারা গিয়েছিলেন ৷ গতকাল, অর্থাৎ 30 অক্টোবর আবারও 43 বছর পর একই ঘটনা ঘটল ৷ 140 বছরের পুরনো এই ব্রিজটির অবস্থা জরাজীর্ণ থাকায় তার সংস্কারকার্য চলছিল ৷ কিন্তু সম্প্রতি এই কাজ শেষ হয় ৷ এরপর ব্রিজটি জনসাধারণের জন্য খুলে দেওয়া হয় ৷ চলতি মাসের 26 অক্টোবর, অর্থাৎ তার ঠিক পাঁচ দিন পরে ফের অঘটন ঘটল ৷ ব্রিজটি গতকাল সন্ধ্যায় ভেঙে পড়ে ৷ সেই সময় ওই ব্রিজে থাকা 400 জনেরও বেশি মানুষ নদীতে ডুবে যায়।
Last Updated : Feb 3, 2023, 8:30 PM IST

ABOUT THE AUTHOR

...view details