CBI Summons Anubrata Doctor : অনুব্রতর আরও এক চিকিৎসককে তলব সিবিআইয়ের - Anubrata Mandal
কলকাতার স্বনামধন্য বেসরকারি হাসপাতালের রেডিওলজি বিভাগের (Radiology Department) প্রধান চিকিৎসক দেবাশিস দত্তকে (Debasish Dutta) তলব করল সিবিআই (CBI Summons Anubrata Mandal Doctor) ৷ অনুব্রত মণ্ডলের (Anubrata Mandal) চিকিৎসা করার কারণে তাঁকে ডাকা হয় । চিকিৎসকের (Doctor) কথায়, তিনি চূড়ান্ত বিড়ম্বনায় পড়েছেন । রোগীদের চিকিৎসা ছেড়ে তাঁকে আসতে হল । তিনি বলেন, "আমাদের কাছে রাজনীতিবিদ থেকে সাধারণ মানুষ সবাই আসেন । চিকিৎসার সার্থে আমার কাছে সবাই আসে ৷" অনুব্রত মণ্ডলের আল্ট্রা সাউন্ড হয়েছিল তাঁর তত্ত্বাবধানে বলে জানান তিনি ৷
Last Updated : Feb 3, 2023, 8:23 PM IST