পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Halisahar Municipality Chairman Arrested: হালিশহর পৌরসভার চেয়ারম্যানের বাড়িতে উদ্ধার দেশি বন্দুক - রাজু সাহানি

By

Published : Sep 2, 2022, 7:59 PM IST

Updated : Feb 3, 2023, 8:27 PM IST

চিটফান্ড দুর্নীতি মামলায় (Chit Fund Case) হালিশহর পৌরসভার (Halisahar Municipality) চেয়ারম্যান তথা তৃণমূল নেতা রাজু সাহানিকে (Raju Sahani) গ্রেফতার করল সিবিআই (CBI) ৷ শুক্রবার রাজুর হালিশহরের বাড়িতে তল্লাশি চালান সিবিআই গোয়েন্দারা ৷ রাজুকে বেশ কিছুক্ষণ জিজ্ঞাসাবাদও করা হয় ৷ পরে হালিশহরের ওই বাড়ি থেকেই রাজু সাহানিকে আটক করে নিয়ে আসা হয় নিউ টাউনে ৷ এ দিন রাজারহাট নিউ টাউনের অ্যাকশন এরিয়া-2-এ অবস্থিত রাজুর একটি ফ্ল্যাটেও তল্লাশি চালান কেন্দ্রীয় গোয়েন্দারা ৷ সেই ফ্ল্যাট থেকে নগদ 80 লক্ষ টাকা উদ্ধার হয় ৷ তারপরই গ্রেফতার করা হয় রাজু সাহানিকে ৷
Last Updated : Feb 3, 2023, 8:27 PM IST

ABOUT THE AUTHOR

...view details