CBI Raids TMC MLA House: কীভাবে পুকুরে ফোন ফেলেছিলেন ,ছাদ থেকে সিবিআইকে দেখালেন তৃণমূল বিধায়ক - তৃণমূল বিধায়কের বাড়িতে তল্লাশি সিবিআইয়ের
প্রায় দু'দিন ধরে চলছে তল্লাশি অভিযান ৷ কেন্দ্রীয় তদন্তকারী দল এখনও পর্যন্ত খুঁজে পাইনি তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার একটি মোবাইল ও একটি পেনড্রাইভ। ঠিক সেই কারণেই প্রথম মোবাইল ফেনটি যেখান থেকে উদ্ধার হয়েছে সেই পুকুরের কাছে বারবার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে সিবিআই দল নিয়ে আসছে। আর তাতেই ইটিভি ভারতের ক্যামেরায় ধরা পড়েছে এক বিশেষ ছবি।
সিবিআই আসার আগে শুক্রবার বিধায়ক ঠিক কীভাবে পাঁচিল টপকে পালানোর চেষ্টা করেছিলেন এবং মোবাইল দু'টি পুকুরে ছুড়ে ফেলেছিলেন তা তাঁকে আরও একবার করে দেখাতে বললেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা। অর্থাৎ বড়ঞার তৃণমূল বিধায়ক কোন কৌশলে নিজের দু'টি মোবাইল পুকুরে ছুড়ে ফেলেছিলেন এবং কীভাবে পালানোর চেষ্টা করেছিলেন তার পুনর্নির্মাণ করল সিবিআই।
দ্বিতীয় মোবাইলটা কোথায় পড়েছে সেটা যাতে আন্দাজ করতে পারা যায় তাই এই পদক্ষেপ। বাড়ির ছাদে বিশেষ ঘেরা টোপে তাঁকে রাখা হয়েছে। ছাদে দাঁড়িয়ে থেকেই বিধায়ককের বলা কথার সাহায্যে খোঁজার চেষ্টা চলছে। প্রথম মোবাইল ফোনটি পাওয়ার 1 ঘণ্টার পর বিধায়ককে নিয়ে যাওয়া হয় পুকুরের কাছে। তল্লাশি শুরুর প্রায় দু'দিন পর রবিবার সকাল 7.40 নাগাদ মোবাইলটি খুঁজে পাই সিবিআই।