Post Poll Violence Case : ইলামবাজারের তৃণমূল ব্লক সভাপতিকে দেড় ঘণ্টার জিজ্ঞাসাবাদ - Post Poll Violence Case
ভোট-পরবর্তী হিংসায় এবার তলব করা হল ইলামবাজারের ব্লক তৃণমূল সভাপতি ফজলুর রহমানকে (CBI interrogates TMC block president of Ilambazar on Post poll Violence case)। রবিবার দুপুরে ফজলুর রহমান হাজিরা দেন । প্রায় দেড় ঘণ্টা ধরে তাঁকে সিবিআই-এর আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করেন । গতবছর 2 মে বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশের পর ভোট পরবর্তী হিংসায় খুন হন ইলামবাজারের এক বিজেপি নেতা গৌরব সরকার । তাই ওইদিন বীরভূমের তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডলের কললিস্টে যাদের যাদের ফোন নম্বর পাওয়া গিয়েছে তাদের ডেকে জিজ্ঞাসাবাদ করছে সিবিআই ৷
Last Updated : Feb 3, 2023, 8:23 PM IST
TAGGED:
Post Poll Violence Case