পশ্চিমবঙ্গ

west bengal

প্রতীকী ছবি

ETV Bharat / videos

Barasat Cars Accident: জাতীয় সড়কে দুর্ঘটনা, নিয়ন্ত্রণ হারিয়ে দু’টি গাড়ি ও লরির ধাক্কা - জাতীয় সড়কে গাড়ি ও লরির ধাক্কা

By

Published : Mar 25, 2023, 1:21 PM IST

জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা (Cars Accident in 35no National Highway) ৷ নিয়ন্ত্রণ হারিয়ে লরিতে ধাক্কা একটি গাড়ির ৷ সামলাতে না পেরে গাড়ির অভিমুখ ঘুরে গিয়ে পিছনে দাঁড়িয়ে থাকা অন্য একটি গাড়িকে ধাক্কা মারে ৷ শনিবার উত্তর 24 পরগনার এলাকার বারাসত 1 নম্বর ব্লকের দত্তপুকুরের চালতেবেড়িয়া এলাকার ঘটনা ৷ বারাসতের দিক থেকে হাবড়ার দিকে যাচ্ছিল দুটি গাড়ি ৷ দত্তপুকুর আসার পরে একটি গাড়িকে অতিক্রম করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে একটি গাড়ি ৷ সেটি বালি ভরতি লরিটিকে ধাক্কা মারে ৷ নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারটি ঘুরে গিয়ে পিছনে দাঁড়িয়ে থাকা  গাড়িটিকে ধাক্কা মারে ৷ ঘটনার পর থেকেই লরির চালক পলাতক ৷ প্রাইভেট গাড়িগুলির ক্ষতি হলেও, গাড়ির আরোহীরা সুস্থ আছেন ৷

ABOUT THE AUTHOR

...view details