Youth killed in Bike Accident: রাজারহাটে গাড়ির ধাক্কায় মৃত বাইকআরোহী, আশঙ্কাজনক মহিলা-শিশু - Rajarhat bike accident
বেপরোয়া গতির বলি বাইকআরোহী ৷ বেসামাল গতিতে ধেয়ে আসা একটি গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় বাইকটির (Car rams into bike)৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় এক জনের ৷ বাইকে সওয়ার এক মহিলা ও শিশুর অবস্থা আশঙ্কাজনক (Youth killed in Bike Accident)৷ তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ রাজারহাট (Rajarhat bike accident) চাঁদপুর চাঁপাগাছির ঘটনা ৷ জানা গিয়েছে, সোমবার রাত সাড়ে আটটা নাগাদ মাছিভাঙার দিক থেকে দ্রুতগতিতে আসছিল গাড়িটি ৷ অপরদিকে শ্বশুরবাড়ি থেকে নিমন্ত্রণ খেয়ে স্ত্রী ও সন্তানকে নিয়ে বাইকে ফিরছিলেন হাসান বিশ্বাস ৷ গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি ধাক্কা মারে বাইকটিকে ৷ এরপর গাড়িটি রাস্তার ধারে জলাশয়ে পড়ে যায় । মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে রাজারহাট থানার পুলিশ ।
Last Updated : Feb 3, 2023, 8:23 PM IST