Camels Ride: 'দুয়ারে' উট! সামশেরগঞ্জের রাস্তায় ঘুরছে উট, সেলফি তুলতে হিড়িক - Camels are riding on the streets of Murshidabad
Published : Nov 1, 2023, 2:13 PM IST
উট চলেছে মুখটি তুলে ! নিশ্চয়ই ভাবছেন এখানে আবার মরুভূমি কোথায় যে উট চলবে ? অথবা এখন তো হেমন্তকাল ৷ গরম হলেও না হয় সোশাল মিডিয়ায় উটের মিম ছেয়ে যেত ৷ এটার কোনওটাই নয় ৷ মুর্শিদাবাদের সামসেরগঞ্জ গেলেই চোখে পড়বে রাস্তায় উট চলছে ৷ তাও একটা নয় দু’টি উট ৷ তা দেখতেই ভিড় উপচে পড়ল এলাকায় ৷
সূত্রের খবর, স্থানীয় এক বাসিন্দা নিজের উদ্যোগে রাজস্থান থেকে এই উট দু’টি এনেছেন ৷ সেগুলিই ঘুরে বেড়াচ্ছে সামসেরগঞ্জের ভাসাই পাইকর থেকে শুরু করে চাঁদনীদহা, কাকুড়িয়া এবং সাহেবনগর গ্রামে । আবাল বৃদ্ধ-বনিতা রাস্তায় দাঁড়িয়ে রয়েছে সুসজ্জিত উট দেখতে। উটের পিঠে সওয়ারি হওয়ার সুযোগ ছাড়ছে না অনেকে ৷ সেই দৃশ্য ক্যামেরা বন্দি করতে মরুভূমির জাহাজের সঙ্গে সেলফি তুলতেও দেখা গেল স্থানীয় বাসিন্দাদের ৷
বর্তমানে সার্কাস প্রায় উঠেই গিয়েছে । ফলে বর্তমান প্রজন্মের ছেলে-মেয়েরা ছবিতে এবং চিড়িয়াখানাতেই উট দেখেছে । চাক্ষুস দেখার সুযোগ হয়নি বললেই চলে । ঘরের দরজায় উট দেখতে পেয়ে আট থেকে আশি সকলেই খুশি ৷ এলাকার মানুষ নাম দিয়েছেন, দুয়ারে উট।