পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Kali Puja 2022: দুর্যোগ মিটতেই হেলেঞ্চা সবুজ সংঘের বুর্জ খলিফায় মানুষের ঢল - Kali Puja Theme

By

Published : Oct 26, 2022, 11:54 AM IST

Updated : Feb 3, 2023, 8:30 PM IST

উত্তর 24 পরগণার বারাসতের পর ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া হেলেঞ্চার কালি পুজোর (Kali Puja) নাম অনেকেই জানেন। হেলেঞ্চার পুজোগুলির মধ্যে অন্যতম সুবজ সংঘের পুজো । প্রতিবছর তারা দর্শনার্থীদের অভিনব পুজো মণ্ডপ উপহার দিয়ে আসছে । এ বছর তাদের পুজো 34তম বর্ষে পড়ল । এবারে তারা পুজো মণ্ডপটিকে দুবাইয়ে বুর্জ খলিফার (Burj Khalifa) আদলে সাজিয়ে তুলেছে (Kali Puja Theme 2022) । প্রতিমাতেও রয়েছে নতুনত্ব। মণ্ডপের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতিমার নাম দিয়েছেন 'অসুর বিনাশিনী শান্তি রূপিনী'। যা ইতিমধ্যেই নজর কেড়েছে দর্শনার্থীদের । পুজোর প্রথম দিনে সিত্রাংয়ের ফলে কার্যত দর্শক শূন্য ছিল পুজো মণ্ডপ । তবে মঙ্গলবার বৃষ্টি কমতেই সন্ধ্যা থেকে পুজো মণ্ডপে মানুষের ঢল নেমেছে (Kali Puja Pandal Hopping) ।
Last Updated : Feb 3, 2023, 8:30 PM IST

ABOUT THE AUTHOR

...view details