Didir Suraksha Kawach: বাড়ছে নদীভাঙন, দিদির সুরক্ষা কবচে এসে ক্ষোভের মুখে মন্ত্রী বুলু চিক
'দিদির সুরক্ষা কবচ' (Didir Suraksha Kawach) কর্মসূচিতে যোগ দিতে এসে আবারও এলাকাবাসীর ক্ষোভের মুখে পড়তে হল 'দিদির দূত'কে (Didir Doot) ৷ এবারের ঘটনাস্থল জলপাইগুড়ির ধূপগুড়ি ব্লকের গাদং-1 গ্ৰাম পঞ্চায়েত এলাকা ৷ রবিবার এখানে 'দিদির দূত' হয়ে আসেন রাজ্যের মন্ত্রী বুলু চিক বরাইক (Bulu Chik Baraik) ৷ কিন্তু, এলাকায় ঢুকতেই স্থানীয় বাসিন্দাদের ক্ষোভের মুখে পড়তে হয় তাঁকে ৷ বাসিন্দাদের অভিযোগ, অপরিকল্পিতভাবে নদীবাঁধ দেওয়ায় ভাঙনের সমস্য়া আরও বেড়েছে ৷ বারবার এ নিয়ে স্থানীয় প্রশাসনের কাছে অভিযোগ জানানো হলেও কোনও লাভ হয়নি ৷ এই বিষয়ে এদিন সরাসরি মন্ত্রীর সামনেই ক্ষোভ উগরে দেন তাঁরা ৷ স্পষ্ট জানিয়ে দেন, অবিলম্বে আরও একটি নদীবাঁধ তৈরি করে দিতে হবে ৷ তা না হলে আগামী বর্ষায় বিপুল ক্ষতি হয়ে যাবে ৷ অন্য এক বাসিন্দা জানান, মেয়ের বিয়ে দেওয়ার পর বছর পার হয়ে গেলেও রূপশ্রী প্রকল্পের টাকা পাননি তিনি ৷ ভেবেছিলেন, মন্ত্রীর কাছে এ নিয়ে অভিযোগ জানাবেন ৷ কিন্তু, তাঁকে মন্ত্রীর সঙ্গে কথাই বলতে দেওয়া হয়নি !