Cattle Smuggling: কোচবিহার দিয়ে বাংলাদেশে গরু পাচার সম্ভব নয়, দাবি বিএসএফ আধিকারিকের - ভারত বাংলাদেশ সীমান্ত
কোচবিহার (Cooch Behar) জেলার অন্তর্গত ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় (India Bangladesh Border) নিরাপত্তায় কোনও খামতি নেই ৷ এখানে সর্বক্ষণ সতর্ক রয়েছেন সীমান্ত রক্ষী বাহিনীর (BSF) জওয়ানরা ৷ তাই এখান দিয়ে গরু পাচারের (Cattle Smuggling) মতো অপরাধ ঘটানো সম্ভব নয় ৷ শুক্রবার এমনটাই দাবি করেছেন গোপালপুর সেক্টরের বিএসএফ-এর ডিআইজি ব্রিগেডিয়ার আরএস রাওয়াত ৷ এদিন বাহিনীর 157 নম্বর ব্যাটেলিয়নের পক্ষ থেকে কোচবিহারের একটি বেসরকারি স্কুলে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় ৷ অনুষ্ঠান মঞ্চে ছোটরা নানা ধরনের সাংস্কৃতিক উপস্থাপনা তুলে ধরে ৷ বেশ কয়েকটি তথ্যচিত্রও সেখানে দেখানো হয় ৷ সেই অনুষ্ঠানের পরই সাংবাদিকদের মুখোমুখি হন ব্রিগেডিয়ার আরএস রাওয়াত ৷ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান, কোচবিহারের ভারত-বাংলাদেশ সীমান্তে কোনও সমস্য়া নেই ৷ স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সামঞ্জস্য রেখেই নিরাপত্তা প্রদানের দায়িত্ব পালন করছেন বিএসএফ জওয়ানরা ৷
Last Updated : Feb 3, 2023, 8:27 PM IST