Brown Sugar Recovered: 12 লক্ষ টাকার ব্রাউন সুগার-সহ শিলিগুড়িতে গ্রেফতার 2 - ব্রাউন সুগার
পাচারের আগেই ফের ব্রাউন সুগার-সহ গ্রেফতার পাচারকারী (Siliguri news)। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শিলিগুড়িতে (Brown Sugar Recovered)। এই ঘটনায় দু'জনকে গ্রেফতার করল পুলিশ । ধৃতরা সৌকত আলি এবং বাপি রায় । ধৃতদের মধ্যে সৌকত মুর্শিদাবাদের বাসিন্দা এবং বাপি শিলিগুড়ি পৌরনিগমের ইস্কন মন্দির সংলগ্ন এলাকার বাসিন্দা । বুধবার ধৃতদের জলপাইগুড়ি আদালতে তোলা হয় । পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে বানেশ্বর মোড় সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ব্রাউন সুগার-সহ দু'জনকে গ্রেফতার করে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের স্পেশাল অপারেশন গ্রুপ এবং আশিঘর ফাঁড়ির পুলিশ । প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, মুর্শিদাবাদ থেকে সৌকত ব্রাউন সুগার নিয়ে শিলিগুড়ি পৌঁছেছিল বাপি রায়ের কাছে তা বিক্রির উদ্দেশ্যে । বানেশ্বর মোড়ে সেই ব্রাউন সুগার হাতবদলের উদ্দেশ্যে তারা দেখা করে । ছদ্মবেশে পুলিশ সেখানে আগে থেকেই ঘাঁটি গেড়েছিল । ওই দুজন সেখানে যেতেই তাদের ব্রাউন সুগার-সহ গ্রেফতার করা হয় । উদ্ধার হয় 170 গ্রাম ব্রাউন সুগার । যার আনুমানিক বাজারমূল্য প্রায় 12 লক্ষ টাকা ।
Last Updated : Feb 3, 2023, 8:31 PM IST