পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Brawl About Picnic: পিকনিক নিয়ে বচসা, বাবা-ছেলেকে বেধড়ক মারধর প্রতিবেশীদের - শান্তিপুর ফুলিয়ার মঠপাড়া

By

Published : Dec 28, 2022, 10:36 PM IST

Updated : Feb 3, 2023, 8:37 PM IST

পিকনিক করাকে কেন্দ্র করে করে বচসা (Brawl About Picnic) ৷ এরপর বাবা ও ছেলেকে বেধড়ক মারধর । থানায় অভিযোগ জানালে গভীর রাতে বাড়িতে ঢুকে তাণ্ডব চালায় দুষ্কৃতীরা ৷ ভাঙচুর চালিয়ে তাঁতঘরে আগুনও লাগিয়ে দেওয়া হয়। ঘটনাটি শান্তিপুর ফুলিয়ার মঠপাড়া এলাকার। এলাকার বাসিন্দা, লিলু পাল অভিযোগ করেন রবিবার রাতে এলাকায় পিকনিক করাকে কেন্দ্র করে তাঁর ছেলের সঙ্গে বচসা হয় প্রতিবেশী বেশ কিছু যুবকের সঙ্গে। পরের দিন তাঁকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর শুরু করে কিছু যুবক। শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করলে ছেলেকেও মারধর করে ওই যুবকরা। এরপর গতকাল রাতে লিলু পালের বাড়িতে চড়াও হয় একদল দুষ্কৃতী ৷ তাঁতঘরে ভাঙচুর চালানো শুরু করে ও আগুন লাগিয়ে দেওয়া হয়। বুধবার সকালে শান্তিপুর থানার পুলিশ ঘটনাস্থলে যায়। পরিবারের দাবি, প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
Last Updated : Feb 3, 2023, 8:37 PM IST

ABOUT THE AUTHOR

...view details