পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Bomb Recovered বারুইপুরে বাড়ির আলমারি থেকে উদ্ধার 12টি তাজা বোমা - Bombs recovered from cupboard of a house

By

Published : Aug 30, 2022, 8:54 PM IST

Updated : Feb 3, 2023, 8:27 PM IST

বারুইপুরে (Baruipur) গৃহস্থের আলমারি থেকে 12টি বোমা উদ্ধার হয়েছে ৷ বাড়ির আলমারি খুলেই চোখ কপালে ওঠে মল্লিকপুর গ্রাম পঞ্চায়েতের হাবিব চক লেনের বাসিন্দা আশরাফি বেগমের । তিনি দেখেন, ব্যাগ ভরতি তাজা বোমা আলমারিতে (Bombs recovered from cupboard of house) । আতঙ্কিত হয়ে পড়েন আশরাফি । কোথা থেকে এই বোমা এল তা বুঝতে না পেরে চিৎকার শুরু করে দেন তিনি । তাঁর চিৎকার শুনেই ছুটে আসে আশেপাশের স্থানীয় বাসিন্দারা । বোমাতঙ্ক ছড়ায় গোটা এলাকায় । স্থানীয় পুলিশের সঙ্গে যোগাযোগ করে আশরাফি ৷ খবর পাওয়া মাত্রই এসডিপিও বারুইপুর ইন্দ্রবদন ঝাঁর নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে । খবর দেওয়া হয় বোম্ব স্কোয়াডকে ৷ শেষে উদ্ধার করা বোমাগুলিকে নিরাপদ স্থানে নিয়ে গিয়ে নিষ্ক্রিয় করা হয় ।
Last Updated : Feb 3, 2023, 8:27 PM IST

ABOUT THE AUTHOR

...view details